কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

কাশ্মীরে অশান্তি অব্যাহত। ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। রাজৌরির নৌসেরা সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। চলে লাগাতার মর্টার হামলা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পাক সেনার হামলায় নিহত হয়েছেন ১ মহিলা। আহত ১। গোলাগুলি এখনও চলছে বলে খবর।

Updated By: May 11, 2017, 10:19 AM IST
কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

ওয়েব ডেস্ক: কাশ্মীরে অশান্তি অব্যাহত। ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। রাজৌরির নৌসেরা সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। চলে লাগাতার মর্টার হামলা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পাক সেনার হামলায় নিহত হয়েছেন ১ মহিলা। আহত ১। গোলাগুলি এখনও চলছে বলে খবর।

এদিকে, গতকাল সোপিয়ানে লেফট্যানান্ট পদমর্যাদার সেনা অফিসারের মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহে গুলির আঘাতের চিহ্ন মিলছে। তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। মৃত সেনা অফিসারের নাম লেফট্যানান্ট ওমর ফৈয়াজ পারি। তিনি সেনাবাহিনীর চিকিত্‍সক ছিলেন। কুলগামের বাসিন্দা ওই অফিসার বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে সোপিয়ানে এসেছিলেন। অভিযোগ সেখানেই তাঁকে অপহরণ করা হয়। অপহরণের পিছনে কোনও সন্ত্রাসবাদী  চক্রান্ত ছিল কিনা, খতিয়ে দেখছে সেনা। (আরও পড়ুন- কুলভূষণ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় দিল্লির)

.