আবার কারফিউ কাশ্মীরে
নতুন করে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় ফের কারফিউ জারি হল কাশ্মীর উপত্যাকায়। কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেন পাহাড়ে আফজল গুরুর স্মৃতিতে মিছিল করতে না পারে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।
নতুন করে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় ফের কারফিউ জারি হল কাশ্মীর উপত্যাকায়। কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেন পাহাড়ে আফজল গুরুর স্মৃতিতে মিছিল করতে না পারে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।
এক পুলিস আধিকারিকের কথায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই গত কাল রাত থেকে কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে। মাঝ রাতে সেই কারণেই মিলিটারি বুটের শব্দ উপত্যাকার অলিতে গলিতে। স্থানীয় মানুষকে বাড়ির বাইরে আসতে বারণ করা হয়েছে। গোটা শহর জুড়ে বিশাল সংখ্যায় আধা সেনা মোতায়েন করা হয়েছে। শহরের একাধিক রাস্তাও সিল করে দেওয়া হয়েছে। শহরে ভিতরের ইদগাহে যাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ সকাল থেকেই বেশিরভাগ দোকান পাট বন্ধ রয়েছে। আজ হুরিয়ৎ কনফরেন্সের নেতা সাইদ আলি শাহ ঈদগাহ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন।