গুজরাতের উপকূল জুড়ে আকাশ পথে নজরদারি
কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হল মোদীগড় গুজরাত। জলপথে পাকিস্তানের একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টার পর গোটা রাজ্যের নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে। এমনটাই জানিয়েছেন উপকূলরক্ষার IG, কুলদীপ সিং।
আহমেদাবাদ: কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হল মোদীগড় গুজরাত। জলপথে পাকিস্তানের একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টার পর গোটা রাজ্যের নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে। এমনটাই জানিয়েছেন উপকূলরক্ষার IG, কুলদীপ সিং।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সিং জানিয়েছেন, ৬ থেকে ৭টি বিমান গুজরাতের উপকূলে লাগাতার নজর রাখছে।
আরব সাগরে বিস্ফোরণ স্থল থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে উপকূলরক্ষা বাহিনী। কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু মেলেনি। এই ঘটনার পর রাজ্য জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের নিরাপত্তা এখন BSF, গুজরাত পুলিসের হাতে।
উপকূলরক্ষা বাহিনীর জন্য বড় নাশকতার ছক বানচাল করা সম্ভব হয়েছে। গুজরাতের পোরবন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দূরে একটি জেলে নৌকাকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। লাগাতার জেরার মুখে চাপে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে নৌকাটিতে।