বাবার বিরুদ্ধে জোর করে আটকে রাখা ও অত্যাচারের অভিযোগ আনলেন শ্রীনির সমকামী পুত্র

স্পট ফিক্সিং কাণ্ডে সরাসরি জড়িত  না থাকলেও জেনেশুনে অপরাধীদের সম্পর্কে মুখে কুলুপ আঁটার জন্য প্রাক্তন বিসিসিআই প্রধান শ্রীনিবাসনের বিরুদ্ধে আঙুল তুলেছে মুদগল কমিটির রিপোর্ট। কিন্তু এখানেই বোধহয় শেষ হচ্ছে না শ্রীনির দুঃসময়। এবার শ্রীনির বিরুদ্ধে মুখ খুললেন তাঁর নিজেরই ছেলে অশ্বীন। চেন্নাইতে একটি বাড়িতে জোর করে তাঁকে আটকে রাখার অভিযোগ আনলেন বাবার বিরুদ্ধে।   

Updated By: Nov 18, 2014, 10:25 AM IST
বাবার বিরুদ্ধে জোর করে আটকে রাখা ও অত্যাচারের অভিযোগ আনলেন শ্রীনির সমকামী পুত্র

চেন্নাই: স্পট ফিক্সিং কাণ্ডে সরাসরি জড়িত  না থাকলেও জেনেশুনে অপরাধীদের সম্পর্কে মুখে কুলুপ আঁটার জন্য প্রাক্তন বিসিসিআই প্রধান শ্রীনিবাসনের বিরুদ্ধে আঙুল তুলেছে মুদগল কমিটির রিপোর্ট। কিন্তু এখানেই বোধহয় শেষ হচ্ছে না শ্রীনির দুঃসময়। এবার শ্রীনির বিরুদ্ধে মুখ খুললেন তাঁর নিজেরই ছেলে অশ্বীন। চেন্নাইতে একটি বাড়িতে জোর করে তাঁকে আটকে রাখার অভিযোগ আনলেন বাবার বিরুদ্ধে।   

শ্রীনি পুত্র অশ্বীন সমকামী। ছেলের সেক্সুয়াল অরিয়েনটেশনকে কখনই মর্যাদা দেননি আইসিসি প্রধান। এর আগেও বাবার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছিলেন অশ্বীন। ফের একবার একই কারণে সোচ্চার হলেন তিনি।

বিরোধ এখন এতটাই যে অশ্বীন তাঁর ও তাঁর সঙ্গী অভি মুখার্জির প্রাণহানির আশঙ্কা করছেন। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন ''দরজায় প্রত্যেকটি করাঘাতের সঙ্গে সঙ্গে মনে হয় আমাদের মৃত্যু আসন্ন। আমি চাই সারা পৃথিবী সত্যিটা জানুক। আমি মারা গেলে সত্যিটা অন্ধকারেই থেকে যাবে।''

অশ্বিন দাবি করেছেন মুদগল কমিটি তাঁকে ডেকে পাঠালে আরও অনেক তথ্য পাবে।     

২০১২ সালের ২১ মে প্রথমবার বাবার বিরুদ্ধে মুখ খোলেন অশ্বীন। বাবার হোমোফোবিক বলেন তিনি। তার সঙ্গেই জানান তাঁর ও তাঁর সঙ্গী অভি মুখার্জির সমকামিতা 'সারিয়ে' দেওয়ার নামে দু'জনের উপর নির্মম অত্যাচার করেছেন শ্রীনি।      

নিজের স্বাধীনতার সঙ্গে সঙ্গেই সম্পত্তিতে সমানুধিকার দাবি করেছেন শ্রীনি পুত্র।

                                                                                           

 

.