আজমের শরিফ পৌঁছলেন পাক প্রধানমন্ত্রী

বিদেশমন্ত্রী সলমন খুরশিদের সঙ্গে বৈঠক সেরে আজমের শরিফ পৌঁছলেন পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফ। খাজা মইনুদ্দিন চিসতির উদ্দেশ্যে চাদর চড়াবেন আশরফ। আজ সকালে স্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়ে ভারত পৌঁছন পাক প্রধানমন্ত্রী। তাঁর সম্মানে ভোজের আয়োজন করেন ভারতের বিদেশমন্ত্রী খুরশিদ। তবে পাক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর হওয়ায়, দ্বিপাক্ষিক বষয়ে কোনও আলোচনাই হয়নি দু`জনের মধ্যে।

Updated By: Mar 9, 2013, 06:13 PM IST

বিদেশমন্ত্রী সলমন খুরশিদের সঙ্গে বৈঠক সেরে আজমের শরিফ পৌঁছলেন পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফ। খাজা মইনুদ্দিন চিসতির উদ্দেশ্যে চাদর চড়াবেন আশরফ। আজ সকালে স্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়ে ভারত পৌঁছন পাক প্রধানমন্ত্রী। তাঁর সম্মানে ভোজের আয়োজন করেন ভারতের বিদেশমন্ত্রী খুরশিদ। তবে পাক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর হওয়ায়, দ্বিপাক্ষিক বষয়ে কোনও আলোচনাই হয়নি দু`জনের মধ্যে।
দুপুরের ভোজসভার এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জানান, "পদমর্যাদা অনুযায়ী আমরা তাঁর অভ্যর্থনা জানিয়েছি।" পাক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর হওয়ায় বৈদেশিক বিষয়ে আলোচনা না হওয়ার বিষয়টি স্পষ্ট করেন খুরশিদও।
রাজা আশরফের ভারত সফরের ঠিক আগের দিন আপত্তি জানিয়েছেন খাজা মইনুদ্দিন চিশতির দেওয়ান। জাইনুল আবেদিন আলি খানের আপত্তির কারণটা ঠিক কী? সম্প্রতি জম্মু-কাশ্মীর সীমান্তে পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর, সে দেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে আসা উচিত নয় বলে মনে করছে আজমের শরীফ। আবেদিন সাহেব এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শনিবার রাজা আশরফের প্রার্থনা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একদিকে পাক প্রধানমন্ত্রীর আজমের সফর নিয়ে ভারতও যখন প্রস্তুত, ঠিক তখনই রাজা পারভেজ আশরফের সফরে আপত্তি জানালেন খোদ আজমের শরিফের দেওয়ান।
পাক প্রধানমন্ত্রীর কড়া নিন্দা করা হয়েছে আজমের শরিফের পক্ষ থেকে। পাকিস্তান প্রশাসনের হাত `রক্তাক্ত` হয়েছে বলেও অভিযোগ করেন আবেদিন সাহেব। এর আগে ভারতের বিদেশমন্ত্রী সলমন খুরশিদ জানান, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এক ভোজের অনুষ্ঠানে জয়পুরে উপস্থিত থাকবেন তিনি।

.