এবার ভাঙা হল গান্ধী মূর্তি, আম্বেদকরের আবক্ষ মূর্তিতে কালি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পরও চেন্নাইয়ে আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ছেটানো হল কালি।    

Updated By: Mar 8, 2018, 02:52 PM IST
এবার ভাঙা হল গান্ধী মূর্তি, আম্বেদকরের আবক্ষ মূর্তিতে কালি

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর বার্তার পরও মূর্তি ভাঙার বিরাম নেই। এবার দুর্বৃত্তদের নিশানায় জাতির জনক মহাত্মা গান্ধী। কেরলের কান্নুর জেলায় ভাঙচুর করা হল গান্ধী মূর্তি। তামিলনাড়ুর চেন্নাইয়ে আম্বেদকরের মূর্তিতে ঢালা হয়েছে লাল কালি।   

সকাল সাতটা নাগাদ কান্নুর জেলার থালিপরমবার তুলুক অফিসে গান্ধী মূর্তি লক্ষ্য করে পাথর ছোড়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই মূর্তি। ভেঙে গিয়েছে গান্ধীর চশমা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তাদের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মানসিকভাবে অসুস্থ বলে জানা গিয়েছে।   

এ দিনই আবার চেন্নাইয়ের তিরুভোত্তিয়ুরে বি আর আম্বেদকরের মূর্তিতে লাল কালি ঢেলে দিয়্ছে একদল দুষ্কৃতী। 

বুধবার দেশজুড়ে মূর্তি ভাঙার ঘটনায় নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে তিনি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। এরপরই দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার ত্রিপুরার বেলোনিয়াতে লেনিনের মূর্তি ভাঙার ঘটনা দিয়ে গোটা পর্বের সূত্রপাত হয়েছিল। 

আরও পড়ুন- ত্রিপুরায় পালাবদলের পর ভেঙে দেওয়া হল লেনিনের মূর্তি    

.