আনুষ্ঠানিক শপথ সেরে ভারতের রাষ্ট্রপতির মসনদে রামনাথ কোবিন্দ

Updated By: Jul 25, 2017, 01:39 PM IST
আনুষ্ঠানিক শপথ সেরে ভারতের রাষ্ট্রপতির মসনদে রামনাথ কোবিন্দ

ওয়েব ডেস্ক: শপথ গ্রহণ করলেন রামনাথ কোবিন্দ। দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস কেহর। আনুষ্ঠানের আগাগোড়া ছিল ঔপনিবেশিক রীতিনীতিতে মোড়া। শপথ পাঠের পর আনুষ্ঠানিকভাবে কুর্সি বদল হয় প্রণব মুখোপাধ্যায়ের এবং রামনাথ কোবিন্দের মধ্যে। এরপর নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় কোবিন্দ প্রথমেই সকলকে ধন্যবাদ জানান তাঁকে দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার জন্য। যে পদে ডঃ রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লি রাধাকৃষ্ণান এবং 'প্রণব'দা' কাজ করেছেন সেই একই পদে কাজ করার সুযোগ পেয়ে তিনি যে অত্যন্ত গর্বিত তাও জানান কোবিন্দ। এরপরই নব নিযুক্ত রাষ্ট্রপতি দেশের সংহতি রক্ষা, পিছিয়ে পড়া সমাজকে সঙ্গে নিয়ে সর্বাত্মক উন্নয়ন এবং ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার বিষয়ে জোর দেন তাঁর বক্তব্যে। তারপর বিদায়ী রাষ্ট্রপতি প্রণববাবুকে তাঁর রাজাজি মার্গের বাসভবনে পৌঁছে দিতে বিশেষ ঘোড়সওয়ার বাহিনীর দেহরক্ষীদের সঙ্গে নিয়ে রওনা হন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে রাজাজি মার্গে সৌজন্য বিনিময় সেরে রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন নতুন রাষ্ট্রপতি। (আজ পুরো ঘটনাটা যা ঘটেছে, জেনে নিন-ঔপনিবেশিক রেওয়াজে রাষ্ট্রপতির শপথ গ্রহণ )

.