বিক্ষোভ-বিতর্ক বিফল, আজ থেকেই শুরু অগ্নিপথে ভরতি

এই বছর ৪৬,০০০ হাজার অগ্নিবীর নিয়োগ করবে সেনাবাহিনী। এরমধ্যে ৪০,০০০ নিয়োগ করবে সেনা বাহিনী। বায়ুসেনা এবং নৌবাহিনী নিয়োগ করবে ৩০০০ করে।

Updated By: Jul 1, 2022, 10:45 AM IST
বিক্ষোভ-বিতর্ক বিফল, আজ থেকেই শুরু অগ্নিপথে ভরতি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সেনাবাহিনী এবং নৌবাহিনী নতুন অগ্নিপথ মডেলে স্বল্প সময়ের জন্য সৈন্য নিয়োগ করা শুরু করবে শুক্রবার থেকে। লক্ষ লক্ষ যুবক ৪৩,০০০ চাকরির জন্য আবেদন করবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার ১৪ জুন এই প্রকল্পের কথা ঘোষণা করে। এই প্রকল্পের মাধ্যমে নিয়োগের পদ্ধতিতে বদল এনে সৈন্যবাহিনীর সার্বিক বয়স কমিয়ে আরও ফিট এবং ভবিষ্যতের যুদ্ধের জন্য উপযুক্ত বাহিনী বানানোর কথা ভাবা হয়েছে।

যদিও এই প্রকল্পের ঘোষণার পরেই দেশ জুড়ে বিক্ষোভের সূচনা হয়। এই প্রকল্পে নিযুক্ত সৈনিকদের অগ্নিবীর নামে অভিহিত করা হবে।  

ভারতীয় বায়ু সেনা অগ্নিপথ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা শুরু করেছে ২৪ জুন। বায়ু সেনা বাহিনীতে এই প্রকল্পের অধিনের ৩০০০ পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে জুনের ২৯ তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদন জানিয়েছেন ২০১,০০০ জন। আগামী ৫ জুলাই পর্যন্ত নাম নথিভুক্ত করার কাজ চলবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Maharashtra Political Crisis: মুখ্যমন্ত্রীপদ না পেয়ে অখুশি ফড়ণবীশ, বিস্ফোরক মন্তব্যে পাওয়ারের

এই বছর ৪৬,০০০ হাজার অগ্নিবীর নিয়োগ করবে সেনাবাহিনী। এরমধ্যে ৪০,০০০ নিয়োগ করবে সেনা বাহিনী। বায়ুসেনা এবং নৌবাহিনী নিয়োগ করবে ৩০০০ করে।

সেনাবাহিনী আগস্ট মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং অক্টোবর-নভেম্বরে একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা হবে। নির্বাচিত প্রার্থীরা ডিসেম্বরে প্রশিক্ষণ কেন্দ্রে রিপোর্ট করবে। অগ্নিবীরদের প্রথম সেট জুলাই ২০২৩-এ তাদের ইউনিটে যোগদান করবে। অন্য দুটি পরিষেবাও একই সময়সীমা অনুসরণ করবে বলে জানা গিয়েছে।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.