ওয়ার্টনে ব্রাত্য মোদী, বদলে যাবেন কেজরিওয়াল

ওয়ার্টন ইন্ডিয়া ইকোনমিক ফোরামের মূল বক্তার তালিকা থেকে নরেন্দ্র মোদীকে বাদ দেওয়ার পর মূল বক্তার তালিকায় নাম ঢুকল আম আদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়ালের। মোদীর জায়গায় তিনিই মার্চের ২৩-এ বক্তব্য রাখবেন ওয়ার্টনে।

Updated By: Mar 4, 2013, 08:31 PM IST

ওয়ার্টন ইন্ডিয়া ইকোনমিক ফোরামের মূল বক্তার তালিকা থেকে নরেন্দ্র মোদীকে বাদ দেওয়ার পর মূল বক্তার তালিকায় নাম ঢুকল আম আদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়ালের। মোদীর জায়গায় তিনিই মার্চের ২৩-এ বক্তব্য রাখবেন ওয়ার্টনে।
ওয়ার্টন ইন্ডিয়া ইকোনমিক ফোরামের মূল বক্তার তালিকা থেকে নরেন্দ্র মোদীকে ব্রাত্য করার পর অনুষ্ঠানটি স্পনসর না করার সিদ্ধান্ত নিয়েছে মূল স্পনসর আদানি গ্রুপ। এর আগেই, অন্য একটি ব্যস্ততার কারণ দর্শিয়ে অনুষ্ঠানে না আসার কথা জানিয়ে ছিলেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি।
অনুষ্ঠানটির সর্বোচ্চ অর্থাৎ প্ল্যাটিনাম স্পনসর ছিল আদানি গ্রুপ।
আপাত ভাবে মোদীর প্রতি আনুগত্য দেখাতেই আদানি গ্রুপ এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, আদানি গ্রুপের হেডকোয়ার্টার্স গুজরাটে।
শিব সেনা প্রধান সুরেশ প্রভুও অনুষ্ঠান বয়কট করে জানান, "এটা শুধু গুজরাটের মুখ্যমন্ত্রীর নয়, সারা দেশের অপমান।"
চলতি মাসের ২২ এবং ২৩ তারিখে ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্টন ইন্ডিয়া ইকোনমিক ফোরাম।

.