Abhishek Banerjee in Tripura: ত্রিপুরার বেকারত্ব ১৮ শতাংশ, ১৪৫কোটির স্মার্ট সিটি কোথায়? তোপ অভিষেকের

ভোট প্রচারে এসে দলীয় প্রার্থী ও কর্মীদের উদ্ধুদ্ধ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বিজেপি বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন তিনি। 

Updated By: Jun 20, 2022, 12:36 PM IST
Abhishek Banerjee in Tripura: ত্রিপুরার বেকারত্ব ১৮ শতাংশ, ১৪৫কোটির স্মার্ট সিটি কোথায়? তোপ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  ২৩ জুন ত্রিপুরার দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে সোমবার নির্বাচনী প্রচারে আগরতলা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ত্রিপুরা জয়ের লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করতে নেমেছে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে বলে ভোট প্রচারে এসে দলীয় প্রার্থী ও কর্মীদের উদ্ধুদ্ধ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বিজেপি বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন তিনি। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ''সিপিএমের সন্ত্রাসকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। ত্রিপুরার উন্নয়নই আমাদের লক্ষ্য। বর্তমানে সংবাদমাধ্যমও বিজেপির আক্রমণের মুখে। বেকারত্বে ত্রিপুরা এক নম্বরে। ত্রিপুরার বেকারত্বের হার ১৮ শতাংশ। বাংলায় বেকারত্বের হার ৪ শতংশ। ১৪৫কোটি টাকা বরাদ্দ হয়েছিল ত্রিপুরার স্মার্ট সিটির জন্য। কোথায় সেই স্মার্ট সিটি? এক ঘণ্টা বৃষ্টি হলে গলা জল। এমনকী NCRB রেকর্ডে রাজনৈতিক সন্ত্রাস সবথেকে বেশি ত্রিপুরায়। বিজেপির রাজত্বে ভুয়ো প্রতিশ্রুতির পাহাড়। স্বাস্থ্য ব্যবস্থাও বেহাল।''

তাঁর দাবি, তৃণমূল কর্মীদের নামে ভুয়ো মামলা করেছে বিজেপি। সেটিং করে আর চলবে না, তৃণমূল পায়ে পা দিয়ে লড়াই করবে। পরিস্থিতি বদলাতে বিজেপিকে উৎখাত করতে হবে। ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তৃণমূল মাটি কামড়ে পড়ে থাকবে। লড়াইটা তৃণমূল বনাম বিজেপি নয়, লড়াইটা ত্রিপুরার জনগণ বনাম বিজেপির। ভোটবাক্সে সেই প্রতিফলন দেখান। আজকের তৃণমূল চোখরাঙানিকে ভয় পায় না। মানুষের জন্য লড়াই করতে বদ্ধপরিকর। 

আরও পড়ুন, Agnipath Scheme, Agniveer: বিক্ষোভের মাঝেই 'অগ্নিপথ'-এ ভারতীয় স্থলসেনায় অগ্নিবীরদের নিয়োগ বিজ্ঞপ্তি আজই

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.