আপ-কে বেইমান বলল বিজেপি, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দলকে শর্তসাপেক্ষে সমর্থন কংগ্রেসের

হাত আর পদ্মের পর এবার ঝাড়ুর শাসন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে সরকার গড়ার দাবি পেশ করলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানিয়েছেন, রাষ্ট্রপতির অনুমোদন পেলে রামলীলা ময়দানে শপথ নিতে চান তিনি।

Updated By: Dec 23, 2013, 04:21 PM IST

হাত আর পদ্মের পর এবার ঝাড়ুর শাসন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে সরকার গড়ার দাবি পেশ করলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানিয়েছেন, রাষ্ট্রপতির অনুমোদন পেলে রামলীলা ময়দানে শপথ নিতে চান তিনি।

কেজরিওয়ালকে কংগ্রেস শর্তসাপেক্ষে সমর্থন দিল

পনেরো দিনের টালবাহানার অবসান। রাষ্ট্রপতি শাসন নয়। দিল্লির মসনদে বসছে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারই। রাজধানী রাজ্য চালানোর দায়িত্ব নিতে চলেছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ কেজরিওয়াল।

এক নজরে দেখে নেওয়া যাক দিল্লির সরকার গঠন নিয়ে টালবাহনার চিত্র--

৮ ডিসেম্বর: বিধানসভা নির্বাচনে এবার বিভক্ত জনাদেশ দিয়েছেন দিল্লির মানুষ। সত্তর আসনের দিল্লি বিধানসভায় কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

১২ ডিসেম্বর: একক ভাবে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গড়তে রাজি হল না বিজেপি

১৩ ডিসেম্বর: আম আদমি পার্টিকে বাইরে থেকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়ে লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি দেয় কংগ্রেস।

১৪ ডিসেম্বর: আঠারো দফা শর্ত সহ কংগ্রেস ও বিজেপিকে চিঠি দেয় আম আদমি পার্টি।

১৬ ডিসেম্বর: বিধানসভা জিইয়ে রেখেই দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন লেফটেন্যান্ট গভর্নর

১৮ ডিসেম্বর: সরকার গড়তে জনতার রায় নেওয়ার কথা জানায় আম আদমি পার্টি

২৩ ডিসেম্বর: সরকার গড়ার দাবি জানায় আম আদমি পার্টি

সোমবার দুপুরে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে রামলীলা ময়দানে শপথ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। শপথগ্রহণ অবশ্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষ।

বাইরে থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়তে চলেছে আম আদমি পার্টি। সেই কংগ্রেস, নির্বাচনী প্রচারে যার নেতামন্ত্রীদের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে গেছেন কেজরিওয়ালরা। সেই ঘটনার উল্লেখ করা নৈতিকতার প্রশ্ন তুলেছে বিজেপি।

কেজরিওয়ালদের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দিল্লির আম আদমির রায় নিয়েই সরকার গড়ার পথে হাঁটছেন তাঁরা।

এদিকে কংগ্রেস জানিয়ে দিয়েছে, আম আদমি পার্টিকে বাইরে থেকে সমর্থন করা হলেও, তা কখনও নিঃশর্ত হবে না।
দিল্লির তখতে বসছে একসময়ের ছায়াসঙ্গী। অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে আন্না হাজারে কী বললেন? তিনি কিছুই বলতে রাজি হননি।

চব্বিশ ঘণ্টা জল সরবরাহ, অর্ধেক মূল্যে বিদ্যুত্। কেজরিওয়ালকে ঘিরে দিল্লিবাসীর প্রত্যাশা অনেক। তাই ঘিরে রয়েছে রাজনৈতিক মহলের চোরা চাউনিও। সবকিছুকে সঙ্গে করেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিকে বদলাতে পারবেন কি? তা সময়ই বলবে।

.