লক্ষ্য লোকসভা ভোট, রাজধানীর পর দেশ জয় করতে সদস্য সংগ্রহ অভিযানে নামছে আম আদমি পার্টি

লোকসভা ভোটকে পাখির চোখ করে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামছে আম আদমি পার্টি। ২০টি রাজ্যে লোকসভা ভোটে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। জাতীয় স্তরে রাজনীতিতে আপের এই উদ্যোগের সঙ্গেই ব্যক্তিগত মন্তব্যের জন্য আলাদা করে বিতর্কে জড়িয়েছেন কুমার বিশ্বাস ও প্রশান্ত ভূষণ। রাজধানী দিল্লির সমর্থন আগেই মিলেছিল। এবারে আম আদমি পার্টির লক্ষ্য গোটা দেশ। লোকসভা ভোটের আগে তাই সংগঠন মজবুত করতে সদস্য বাড়ানোর কাজে কোমর বেঁধে নেমে পড়ছে আপ।

Updated By: Jan 6, 2014, 10:35 PM IST

লোকসভা ভোটকে পাখির চোখ করে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামছে আম আদমি পার্টি। ২০টি রাজ্যে লোকসভা ভোটে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। জাতীয় স্তরে রাজনীতিতে আপের এই উদ্যোগের সঙ্গেই ব্যক্তিগত মন্তব্যের জন্য আলাদা করে বিতর্কে জড়িয়েছেন কুমার বিশ্বাস ও প্রশান্ত ভূষণ। রাজধানী দিল্লির সমর্থন আগেই মিলেছিল। এবারে আম আদমি পার্টির লক্ষ্য গোটা দেশ। লোকসভা ভোটের আগে তাই সংগঠন মজবুত করতে সদস্য বাড়ানোর কাজে কোমর বেঁধে নেমে পড়ছে আপ।

১০ থেকে ২৬ জানুয়ারি দেশ জুড়ে চলবে তাদের সদস্য নথিভুক্তিকরণ অভিযান। জাতীয় রাজনীতিতে অভিযান শুরুর আগেই অবশ্য বিতর্কে জাতীয় ইস্যুতে বড়সর বিতর্কে জড়িয়েছেন আপ নেতা প্রশান্ত ভূষণ। কাশ্মীরে সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বলবত্‍ থাকবে কিনা তা নিয়ে গণভোট হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন আপের ওই শীর্ষ নেতা। এরপরই শুরু হয় বিতর্ক। বিজেপির কটাক্ষের মুখে পড়ে আম আদমি পার্টির নেতারা। সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রশান্ত ভূষণের মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেয় আপ।

পুরনো এক মন্তব্য ঘিরে বিতর্কে জড়ান আপ নেতা কুমার বিশ্বাসও। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত ক্ষমাও চাইতে হয় তাঁকে।

জাতীয় স্তরে বিতর্কের মাঝেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে আম আদমি পার্টি। ঠিক হয়েছে লোকসভা ভোটে ২০টি রাজ্যে থেকে প্রার্থী দেবে কেজরিওয়ালের দল। উত্তরপ্রদেশের সবকটি আসনেই তাঁরা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমেথিতে কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন আপ নেতা কুমার বিশ্বাস। বারোই জানুয়ারি আমেথিতে সভা করবে আপ।

.