যন্তরমন্তরে বিজয় সমাবেশ থেকেই জাতীয় রাজনীতির স্বপ্ন দেখা শুরু কেজরিওয়ালদের
শুধু দিল্লি নয়, আম আদমি পার্টির সাফল্যকে এবারে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার ডাক দিলেন কেজরিওয়ালেরা। দিল্লি বিধানসভায় চমকে দেওয়া ফলাফলের পর আজ যন্তরমন্তরে বিজয় সমাবেশ করে এএপি। সমাবেশ মঞ্চ থেকেই কেজরিওয়াল জানান, আগামিকাল আন্না হাজারের অনশন মঞ্চে দেখা করতে যাবেন তাঁরা।
শুধু দিল্লি নয়, আম আদমি পার্টির সাফল্যকে এবারে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার ডাক দিলেন কেজরিওয়ালেরা। দিল্লি বিধানসভায় চমকে দেওয়া ফলাফলের পর আজ যন্তরমন্তরে বিজয় সমাবেশ করে এএপি। সমাবেশ মঞ্চ থেকেই কেজরিওয়াল জানান, আগামিকাল আন্না হাজারের অনশন মঞ্চে দেখা করতে যাবেন তাঁরা।
ঝাড়ুর ঘায়ে ইতিমধ্যেই ঘায়েল কংগ্রেস। সরকার গড়ার কাছাকাছি সংখ্যা থাকলেও পিছিয়ে গিয়েছে বিজেপি। এবারে সেই ঝাড়ুর দাপট সারা দেশে ছড়িয়ে দিতে চাইছে আম-আদমি পার্টি। বুধবার যন্তরমন্তরে দেশের বিজয় সমাবেশ থেকে সেই আহ্বানই জানালেন আম-আদমি পার্টির নেতারা। ত্রিশঙ্কু দিল্লি বিধানসভায় এখনও পর্যন্ত সরকার গড়ার দাবি জানায়নি কোনও দলই। সবচাইতে বেশি আসন পেয়েও সরকার গড়ার চেষ্টা করতে বিজেপি রাজি নয়। বিজেপির এই সিদ্ধান্তকে এদিন কটাক্ষ করতে ছাড়েননি আম-আদমি পার্টির নেতারা।
দল তৈরি করার পর বছর ঘুরতে না ঘুরতেই দিল্লি বিধানসভার ফল লাগিয়ে দিয়েছে আম-আদমি পার্টি। এতে দলীয় সমর্থকরা যেন এতে আত্মতুষ্টিতে না ভোগেন, তার জন্য বারবারই সাবধানবাণী শোনা যায় কেজরিওয়ালদের গলায়। দিল্লি বিধানসভার সাফল্যের পর এবারে লোকসভা ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই যোগেন্দ্র যাদব, এবং সঞ্জয় সিংয়ের নেতৃত্বে তৈরি হয়েছে প্রস্তুতি কমিটি। এখন দিল্লি বিধানসভা ভোটের সেই সাফল্য কেজরিওয়ালরা লোকসভা ভোটেও ধরে রাখতে পারেন কিনা, এখন সেদিকেই নজর থাকবে গোটা দেশের।