মোদীর বিরুদ্ধে নয় মহাত্মা গান্ধীর নাতি দাঁড়াচ্ছেন শীলা দীক্ষিতের ছেলের বিরুদ্ধে

মোদী নন মহাত্মা গান্ধীর নাতি দাঁড়াচ্ছেন আপের খাস তালুকেই

Updated By: Feb 27, 2014, 04:20 PM IST

মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী আম আদমি পার্টিতে যোগ দেওয়ার পরই একটা জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়বেন বাপুর নাতি রাজমোহন। কিন্তু আজ আপ-এর ঘোষিত দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় দেখা গেল মোদীর বিরুদ্ধে নয়, সাংসদ হতে হলে গান্ধীজির নাতিকে হারাতে হবে শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে।

রাজমোহন গান্ধী লড়বেন পূর্ব দিল্লি কেন্দ্র থেকে। ২০১৩ বিধানসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে আম আদমি পার্টি।

আপ-এর অপর হেভিওয়েট প্রার্থী মেজর সুরিন্দর পুনিয়া দাঁড়াবেন রাজস্থানের শিকার কেন্দ্র থেকে। পঞ্জাবের পাতিয়ালা থেকে দাঁড়াবেন ড:ধরমবীর ভারতী।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করে আম আদমি পার্টি।

দ্বিতীয় পর্যায়ে আরও যে ক জনের প্রার্থী হিসাবে নাম ঘোষিত হল---
এইচসি আরইয়া (আলমোরা কেন্দ্র), শামিনা খান (সাঙলি কেন্দ্র), ভগবত রাজপুত (বিদিশা),জেনারেল রাজ কাদইয়ান (ঝুনঝুনও কেন্দ্র), রাজমোহন গান্ধী (পূর্ব দিল্লি), ডক্টর রঞ্জন সুশান্ত (কানগারা), ভগবাত রাজপুত (বিদিশা কেন্দ্র) , যুধবীর সিং (হিসার কেন্দ্র), রাজা ভাট (শ্রীনগর), এইচ সি আরইয়া (আলমোরা কেন্দ্র)

আম আদমি পার্টির প্রথম পর্যায়ের প্রথম কুড়ি জনের তালিকা

রাহুল গাঁধীর বিপরীতে কুমার বিশ্বাস। (অমেঠি)

কপিল সিব্বলের বিপরীতে আশুতোষ। (চাঁদনি চক, দিল্লি)

সলমন খুরশিদের বিপরীতে মুকুল ত্রিপাঠী। (ফারুকাবাদ)

মিলিন্দ দেওরার বিপরীতে মীরা সান্যাল।

নিতিন গডকড়ীর বিপরীতে অঞ্জলি ডালমিয়া।

মুলায়ম সিংহ যাদবের বিপরীতে বাবা হরদেব। (উত্তর প্রদেশ)

সুরেশ কালমাদির বিপরীতে সুভাষ ওয়াদে।

মহম্মদ আজাহারউদ্দিনের বিপরীতে খালিদ পারভেজ।

লুধিয়ানা থেকে লড়বেন এইচ এস ফুলকা।

গুরগাঁও থেকে লড়বেন যোগেন্দ্র যাদব।

মুম্বইয়ের উত্তর-পূর্ব থেকে লড়বেন মেধা পাটকর।

গুরুদাস কামাটের বিপরীতে মায়াঙ্ক গান্ধী

.