বাড়ল আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা
করদাতাদের স্বস্তি দিয়ে আধার-প্যান সংযুক্তিকণের চূড়ান্ত সময়সীমা বাড়াল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। সিবিডিটি জানিয়েছে, ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা যাবে।
নিজস্ব প্রতিবেদন : করদাতাদের স্বস্তি দিয়ে আধার-প্যান সংযুক্তিকণের চূড়ান্ত সময়সীমা বাড়াল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। সিবিডিটি জানিয়েছে, ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা যাবে।
আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের সময়সীমা ছিল ২০১৭-র ৩১ ডিসেম্বর। কিন্তু এখনও বহু মানুষ তাঁদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করিয়ে উঠতে পারেননি। সেকারণেই আধার-প্যান লিঙ্কিংয়ের সময়সীমা বাড়িয়েছে সিবিডিটি। টুইট করে একথা জানিয়েছে আয়কর দফতর।
Some of the taxpayers have not yet completed the linking of PAN with Aadhaar. To facilitate the process of linking, the Central Board of Direct Taxes (CBDT) extends the time for linking of Aadhaar with PAN till 31.03.2018.
— Income Tax India (@IncomeTaxIndia) December 8, 2017
প্রসঙ্গত, কেন্দ্র আধারের সঙ্গে প্যান লিঙ্কিং বাধ্যতামূলক করার পর প্রথম অবস্থায় ডেডলাইন ছিল ২০১৭-র ৩১ অগাস্ট। পরে সেই সময়সীমা ২০১৭-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
আরও পড়ুন, ভিনধর্মে বিয়েতে স্বামীর ধর্ম মানতে বাধ্য নয় স্ত্রী, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, বৃহস্পতিবারই শর্ত সাপেক্ষে সামাজিক প্রকল্প ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমাও বাড়িয়ে ৩১ মার্চ ২০১৮ করার কথা জানিয়েছে কেন্দ্র।