বাড়ল আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা

করদাতাদের স্বস্তি দিয়ে আধার-প্যান সংযুক্তিকণের চূড়ান্ত সময়সীমা বাড়াল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। সিবিডিটি জানিয়েছে,  ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা যাবে।

Updated By: Dec 8, 2017, 01:23 PM IST
বাড়ল আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা

নিজস্ব প্রতিবেদন : করদাতাদের স্বস্তি দিয়ে আধার-প্যান সংযুক্তিকণের চূড়ান্ত সময়সীমা বাড়াল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। সিবিডিটি জানিয়েছে,  ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা যাবে।

আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের সময়সীমা ছিল ২০১৭-র ৩১ ডিসেম্বর। কিন্তু এখনও বহু মানুষ তাঁদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করিয়ে উঠতে পারেননি। সেকারণেই আধার-প্যান লিঙ্কিংয়ের সময়সীমা বাড়িয়েছে সিবিডিটি। টুইট করে একথা জানিয়েছে আয়কর দফতর।   

প্রসঙ্গত, কেন্দ্র আধারের সঙ্গে প্যান লিঙ্কিং বাধ্যতামূলক করার পর প্রথম অবস্থায় ডেডলাইন ছিল ২০১৭-র ৩১ অগাস্ট। পরে সেই সময়সীমা ২০১৭-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

আরও পড়ুন, ভিনধর্মে বিয়েতে স্বামীর ধর্ম মানতে বাধ্য নয় স্ত্রী, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, বৃহস্পতিবারই শর্ত সাপেক্ষে সামাজিক প্রকল্প ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমাও বাড়িয়ে ৩১ মার্চ ২০১৮ করার কথা জানিয়েছে কেন্দ্র।

.