একদিন আধার কার্ডই হবে দেশের একমাত্র পরিচয়পত্র : অরুণ জেটলি

ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্যান্য স্বচিত্র পরিচয়পত্র সরিয়ে আধার কার্ডই হবে দেশের একমাত্র পরিচিতির উপায়। লোকসভায় এক প্রশ্নত্তোর পর্বে একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Updated By: Mar 23, 2017, 01:17 PM IST
একদিন আধার কার্ডই হবে দেশের একমাত্র পরিচয়পত্র : অরুণ জেটলি

ওয়েব ডেস্ক : ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্যান্য স্বচিত্র পরিচয়পত্র সরিয়ে আধার কার্ডই হবে দেশের একমাত্র পরিচিতির উপায়। লোকসভায় এক প্রশ্নত্তোর পর্বে একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

আরও পড়ুন- আরও কমতে চলেছে নগদে লেনদেনের ঊর্ধ্বসীমা!

অর্থবিল নিয়ে একটি ডিবেটে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে অর্থমন্ত্রী বলেন, কর জমা দেওয়া থেকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করা, প্রতিটি ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক হয়ে যাচ্ছে চলতি বছরের জুলাই থেকে।

বিশ্বের একাধিক দেশের নাগরিকদের জন্য এই ধরনের ব্যবস্থা রয়েছে। এবার ভারতেও আধারের মাধ্যমে সেই ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। মন্ত্রীর পরিসংখ্যান অনুসারে দেশে বর্তমানে ১০৮ কোটি মানুষের আধার নম্বর রয়েছে। এই কার্ডের মাধ্যমে আয়করদাতাদের বিস্তারিত রেকর্ড পাওয়া যাবে। 

.