শিক্ষার অধিকার আইন নিয়ে বৈঠক

শিক্ষার অধিকার আইন নিয়ে প্রচার-নির্দেশিকা দিতে রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে দিল্লিতে বৈঠক করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। রাজ্যের তরফে বৈঠকে ছিলেন ব্রাত্য বসু। ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বালও। ব্রাত্য বসু জানান, নভেম্বরের শেষে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার অধিকার আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।  সর্বশিক্ষা অভিযান এবং শিক্ষার অধিকার আইনকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া।

Updated By: Oct 20, 2011, 09:16 AM IST

শিক্ষার অধিকার আইন নিয়ে প্রচার-নির্দেশিকা দিতে রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে দিল্লিতে বৈঠক করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। রাজ্যের তরফে বৈঠকে ছিলেন ব্রাত্য বসু। ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বালও। ব্রাত্য বসু জানান, নভেম্বরের শেষে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার অধিকার আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।  সর্বশিক্ষা অভিযান এবং শিক্ষার অধিকার আইনকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। কীভাবে তা করতে হবে, সেই নিয়েই রাজ্যগুলিকে একটি নির্দেশিকা দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। প্রতি ছমাস অন্তর নিয়মমাফিক এই বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীরা। রাজ্যের তরফে ছিলেন ব্রাত্য বসু। ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বালও। শিক্ষার অধিকার আইন নিয়ে উনত্রিশটি রাজ্যের মধ্যে কুডিটি রাজ্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। বৈঠক শেষে ব্রাত্য বসু জানান, রাজ্যেও দ্রুতই এনিয়ে বিজ্ঞপ্তি জারি হবে। শিক্ষার অধিকার আইনের বিষয়ে প্রচারের জন্য একটি বিশেষ ট্রেন চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। যদিও সেটি এখনও আলোচনার স্তরেই রয়েছে।

.