আর ফেরা হল না বাড়ি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একসঙ্গে ১৪ জন পরিযায়ী শ্রমিকের

রেললাইনের ওপরেই পড়ে রইল ১৪ জন শ্রমিকের নিথর দেহ। তাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।

Updated By: May 8, 2020, 09:10 AM IST
আর ফেরা হল না বাড়ি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একসঙ্গে ১৪ জন পরিযায়ী শ্রমিকের

নিজস্ব প্রতিবেদন:  গন্তব্য নিজেদের গ্রাম। বিশেষ ট্রেনের ওপর ভরসা না রেখে তাঁরা হাঁটা শুরু করেছিলেন। রেললাইন ধরে  চলছিলেন হনহনিয়ে। ক্লান্ত, পরিশ্রান্ত শ্রমিকরা একটু জিরিয়ে নিতে বসেছিলেন রেললাইনের ধারেই। কখন চোখ লেগে গেছিল, তাঁরা নিজেরাও জানতেন না। আর তাতেই একেবারে চিরঘুমের দেশে চলে গেলেন ১৪ জন পরিযায়ী শ্রমিক। ট্রেনের হর্নের আওয়াজ ওই ভীষণ ক্লান্ত শ্রমিকদের কান ভেদে করে পৌঁছয়নি। রেললাইনের ওপরেই পড়ে রইল ১৪ জন শ্রমিকের নিথর দেহ। তাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। বীভত্স,  মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।

 

ঔরঙ্গাবাদ পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকরা  জানলায় একটি স্টিল প্ল্যান্টে কাজ করতেন। লকডাউনে আটকে পড়েছিলেন তাঁরা। বাড়ি ফিরতেই একসঙ্গে রেললাইন ধরে ৬৫ কিলোমিটার হেঁটেছিলেন। ভোররাতে ঔরঙ্গাবাদের কর্মাদ সংলগ্ন এলাকায় লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন তাঁরা । ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
১৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু করে ঔরঙ্গাবাদ পুলিস।

 

.