সোনার গর্ভগৃহ তৈরি করতে সোমনাথ মন্দিরে ১০০ কেজি সোনা দান ভক্তের
একটা সময় ছিল যখন সোমনাথ মন্দির ছিল সোনায় মোড়া। কিন্তু এখন সেই সোনার মন্দির ইতিহাস। আমরা যে সোমনাথ মন্দির দেখতে পাই তা পাথরের তৈরি। এই পাথরের মন্দিরে সেদিনের সেই স্বর্ণ মন্দিরের ছোঁয়া আবার ফিরিয়ে দিলেন মুম্বইয়ের দিলীপভাই লখি।
ওয়েব ডেস্ক: একটা সময় ছিল যখন সোমনাথ মন্দির ছিল সোনায় মোড়া। কিন্তু এখন সেই সোনার মন্দির ইতিহাস। আমরা যে সোমনাথ মন্দির দেখতে পাই তা পাথরের তৈরি। এই পাথরের মন্দিরে সেদিনের সেই স্বর্ণ মন্দিরের ছোঁয়া আবার ফিরিয়ে দিলেন মুম্বইয়ের দিলীপভাই লখি। মন্দিরের গর্ভগৃহকে সোনায় সাজিয়ে দিতে দান করলেন ১০০ কেজি সোনা।
ইতিহাসে যে সোনার সোমনাথ মন্দিরের কথা শোনা গিয়েছে সে মন্দিরে হামেশাই হতে থাকত লুঠ। চুরি হয়ে যেত মন্দিরের সোনা। ফলে আজকের মন্দির পাথরের। কিন্তু এবার থেকে ফের দেখা যাবে সোনার গর্ভগৃহ। তিন বছর আগে দিলীপভাই মন্দিরে ১০০ কেজি সোনা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত দু'বছরে দিয়েছিলেন ৬০ কেজি সোনা। সম্প্রতি দিয়েছেন বাকি ৪০ কেজি। ওই সোনা দিয়ে তৈরি হয়েছে দেশের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেবের মন্দিরের সোনার গর্ভগৃহ।