সত্তর বছর কংগ্রেস গণতন্ত্র বাঁচিয়ে রেখেছিল বলেই একজন চা বিক্রেতা আজ প্রধানমন্ত্রী, মোদীকে খোঁচা খারগের

সম্প্রতি প্রধানমন্ত্রী সাতের দশকে দেশের জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে নিশানা করেন

Updated By: Jul 9, 2018, 10:39 AM IST
সত্তর বছর কংগ্রেস গণতন্ত্র বাঁচিয়ে রেখেছিল বলেই একজন চা বিক্রেতা আজ প্রধানমন্ত্রী, মোদীকে খোঁচা খারগের

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। তারই পাল্টা দিতে শুরু করল কংগ্রেস। রবিবারই মোদীকে বিঁধেছেন কপিল সিব্বল। এবার প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে।

আরও পড়ুন-নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি পুনর্বিবেচনার আর্জির ওপর সোমবারই চূড়ান্ত রায় দিতে পারে সুপ্রিম কোর্ট

রবিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে খারগে বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিটি সভায় বলছেন কংগ্রেস সত্তর বছরে কী করেছে? আসলে গত সাত দশক ধরে কংগ্রেস গণতন্ত্র বাঁচিয়ে রেখেছিল বলেই আজ একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পেরেছেন।’

খারগে আরও বলেন, ৪৩ বছর আগে দেশের জররি অবস্থা জারি হয়েছিল। কিন্তু গত ৪ বছরে দেশের অঘোষিত জরুরি অবস্থা চলছে। চাষিরা আত্মহত্যা করছেন. কৃষিক্ষেত্রে সব প্রকল্পগুলো ব্যর্থ, চাষিরা আরও ঋণের জালে জড়িয়ে পড়ছেন, ব্যবসার অবস্থা খুবই খারাপ।

আরও পড়ুন-থাইল্যান্ডের গুহা থেকে বার করা হল ৬ শিশুকে, এখনো বাকি ৭  

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী সাতের দশকে দেশের জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকার লোভে গণতন্ত্রকে বিসর্জন দেওয়া হয়েছিল। বিরোধী রাজনৈতিক নেতাদের জেলে পোরা হয়েছিল। সবটাই করা হয়েছিল দেশের একটা পরিবারের লাভের জন্য।’ এছাড়াও কংগ্রেসকে তিনি ‘বেল-গাড়ি’ বলেও আক্রমণ করেন। প্রধানমন্ত্রী ‌যুক্তি কংগ্রেস এখন ‌যাঁরা চালাচ্ছেন তারা অনেকেই জামিনে মুক্ত। এরা সবাই কোনও না কোনও মামলায় ফেঁসে রয়েছেন।

.