অজিতকে রেহাই দেওয়ার চেষ্টা? ক্ষমতায় এসেই মহারাষ্ট্রে ৯টি দুর্নীতির মামলা বন্ধ করল বিজেপি সরকার

সত্তর হাজার কোটি টাকার সেচ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন শপথ পাওয়ার। শনিবার তাঁর সমর্থন রাজ্যে বিজেপি সরকার গড়তেই জল্পনা ছড়ায়, দুর্নীতির দায়ে জেলযাত্রার হাত থেকে বাঁচতেই শিবির বদল করেছেন তিনি।

Updated By: Nov 25, 2019, 06:45 PM IST
অজিতকে রেহাই দেওয়ার চেষ্টা? ক্ষমতায় এসেই মহারাষ্ট্রে ৯টি দুর্নীতির মামলা বন্ধ করল বিজেপি সরকার

নিজস্ব প্রতিবেদন: তাঁর সমর্থনে ক্ষমতায় এসেই মহারাষ্ট্রে ৯টি সেচ দুর্নীতির মামলায় অজিত পাওয়ারকে মুক্তি দিল দেবেন্দ্র ফড়ণবিস সরকার। যদিও তদন্তকারী সংস্থার দাবি, মামলাগুলির সঙ্গে অজিত পাওয়ারের কোনও যোগ নেই। 

 

সত্তর হাজার কোটি টাকার সেচ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন শপথ পাওয়ার। শনিবার তাঁর সমর্থন রাজ্যে বিজেপি সরকার গড়তেই জল্পনা ছড়ায়, দুর্নীতির দায়ে জেলযাত্রার হাত থেকে বাঁচতেই শিবির বদল করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোট ২০টি দুর্নীতির মামলা চলছিল বলে খবর। এদিন তার মধ্যে ৯টি মামলায় তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। 

তবে মহারাষ্ট্রের অ্যান্টি করাপশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, 'রুটিন পদ্ধতিতে বন্ধ হয়েছে মামলাগুলির তদন্ত। বন্ধ হওয়া মামলাগুলিতে অভিযুক্ত ছিলেন না অজিত পাওয়ার।' মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। 

.