নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখল ৭ বছরের শিশুকন্যা, কী লিখল সে?

কর্নাটকের বেঙ্গালুরুর ৭ বছরের শিশু কন্যা শ্রেয়া। প্রধানমন্ত্রীকে নোট বাতিলের সমর্থন করে চিঠি লিখল সে। টিঠিতে সে জানিয়েছে যে, সে প্রধানমন্ত্রীর খুব বড় ভক্ত।

Updated By: Nov 30, 2016, 10:20 AM IST
নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখল ৭ বছরের শিশুকন্যা, কী লিখল সে?

ওয়েব ডেস্ক: কর্নাটকের বেঙ্গালুরুর ৭ বছরের শিশু কন্যা শ্রেয়া। প্রধানমন্ত্রীকে নোট বাতিলের সমর্থন করে চিঠি লিখল সে। টিঠিতে সে জানিয়েছে যে, সে প্রধানমন্ত্রীর খুব বড় ভক্ত।

টিঠিতে সে লেখে, ‘দেশ থেকে কালো টাকা দূর করতে আপনার নোট বাতিলের সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি। এতে গরীব মানুষের অনেক উপকার হবে। আমি আপনার খুব বড় ভক্ত। আমিও চাই আমার দেশ যেন পরিস্কার, পরিচ্ছন্ন থাকে। দেশে যেন কোনও দুর্নীতি না থাকে। আশা করছি, আমার এই উপহার আপনার ভালো লাগবে।’

প্রসঙ্গত, ৮ নভেম্বর তারিখে দেশের মানুষকে রীতিমতো চমকে দিয়ে হঠাত্‌ই কড়া পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী মোদী। এক রাতের মধ্যে বাতিল করে দেন সমস্ত ৫০০ এবং ১০০০ টাকার নোট।

.