Ludhiana: মর্মান্তিক! আগুনে জীবন্ত ভস্মীভূম একই পরিবারের ৭ জন

আগুন লাগার কারণ এখনও জানতে পারেনি পুলিস।    

Updated By: Apr 20, 2022, 10:09 PM IST
Ludhiana: মর্মান্তিক! আগুনে জীবন্ত ভস্মীভূম একই পরিবারের ৭ জন

নিজস্ব প্রতিবেদন: মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকল পঞ্জাবের লুধিয়ানা। আগুনে ভস্মীভূত হয়ে গেল একই পরিবারের সাতজন। যাদের মধ্য়ে ৫ টি শিশু , একজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন।  

বুধবার ভোর ২ টোর সময় ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, মৃতরা পরিযায়ী শ্রমিক। ঘটনার সময় তারা একটা ঝুপরিতে ঘুমোচ্ছিল। সম্ভবত আগুন লাগার বিষয়টি বুঝতেও পারেননি। ঘুমের মধ্যেই প্রত্যেকের অকাল মৃত্যু হয়। 

মৃতদের পরিচয় জানতে পেরেছে পুলিস। আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন এলাকাবাসী। তবে, তার আগেই আগুন ছড়িয়ে পড়ে। জীবন্ত জ্বলে মৃত্যু হয় সাতজনের। যদিও আগুন লাগার কারণ এখনও জানতে পারেনি পুলিস।    

.