প্রবল ঝড়বৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত্যু ৩৯ জনের, পশ্চিমবঙ্গে মৃত ১২

গত ২ মে উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, পঞ্জাব-সহ একাধিক রাজ্যে ধুলোর ঝড় ও বৃষ্টিতে মৃত্যু হয় ১৩৪ জনের। আহত শতাধিক।

Updated By: May 14, 2018, 02:00 PM IST
প্রবল ঝড়বৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত্যু ৩৯ জনের, পশ্চিমবঙ্গে মৃত ১২

নিজস্ব প্রতিবেদন : ফের দেশজুড়ে ঝড়বৃষ্টির বলি ৬২। এর মধ্যে সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। সেখানে মৃতের সংখ্যা ৩৯। আহত শতাধিক। পশ্চিমবঙ্গেও ঝড় ও বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে ৯ জনের। দিল্লিতে মৃত্যু হয়েছে ২ জনের। দিল্লির মৌসম ভবনের তরফে সোমবার বিকেলেও উত্তর ও পূর্বভারতের একাধিক রাজ্যে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতকর্তা দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে হঠাত্ আকাশ কালো করে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয় ঝড়বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রপাতের প্রকোপ। বজ্রাঘাতে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে হাওড়ায় আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মারা গিয়েছে ৪ বালক। আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঘটনায় মৃত্যু হয়েছে আরও তিনজনের। এই নিয়ে চলতি মরসুমে বজ্রাঘাতে অন্তত ২৯ জনের মৃত্যু হল।

আরও পড়ুন- ধেয়ে আসছে প্রবল ঝড়, সতর্কতা জারি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে

মৌসম ভবন সূত্রে খবর, আফগানিস্থান থেকে জম্মু ও কাশ্মীর হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত বেশ কয়েকটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। তার ফলেই, একদিকে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, সোমবার জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এবং উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সেই সঙ্গে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ, ঝড়খণ্ড, সহ একাধিক রাজ্যে।

গত ২ মে উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, পঞ্জাব-সহ একাধিক রাজ্যে ধুলোর ঝড় ও বৃষ্টিতে মৃত্যু হয় ১৩৪ জনের। আহত শতাধিক।

.