ইডলি খাওয়ার প্রতিযোগিতায় প্রথম হলেন ৬০ বছরের প্রৌঢ়া! দেখুন ভিডিয়ো...
৬০ বছরের বৃদ্ধা যে খাওয়ায় এত পটু তা কে জানত!
Updated By: Oct 2, 2019, 06:16 PM IST
![ইডলি খাওয়ার প্রতিযোগিতায় প্রথম হলেন ৬০ বছরের প্রৌঢ়া! দেখুন ভিডিয়ো... ইডলি খাওয়ার প্রতিযোগিতায় প্রথম হলেন ৬০ বছরের প্রৌঢ়া! দেখুন ভিডিয়ো...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/02/211743-sjiehfwe.jpg)
নিজস্ব প্রতিবেদন : সময়সীমা ১ মিনিট। তার মধ্যে যিনি সবচেয়ে বেশি ইডলি খাবেন, তিনিই জয়ী হবেন। মঙ্গলবার এমনই অভিনব ইডলি খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মহীশূরে। আর সবাইকে অবাক করে দিয়ে সেখানে প্রথম স্থান পেলেন ৬০ বছরের এক প্রৌঢ়া। এক মিনিটের মধ্য়েই খেলেন ৬টি পেল্লায় সাইজের ইডলি। তাঁর ইডলি খাওয়ার সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দশেরা উপলক্ষে মহীশূরে ১০ দিনের মইশুরু দশেরা উৎসব পালিত হয়। আর সেই জন্য আয়োজন করা হয়েছিল ইডলি প্রতিযোগিতার। আর তাতেই বাজিমাত করলেন সরোজাম্মা। ৬০ বছরের বৃদ্ধা যে খাওয়ায় এত পটু তা কে জানত!
আরও পড়ুন : টাকা দিলেই পুত্র সন্তান জন্মের গ্যারান্টি! বড়সড় প্রতারণা চক্রের হদিশ