বান্দিপোরায় গুলির লড়াই, খতম মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির ভাগ্নে সহ ৬

নিজস্ব প্রতিবেদন: জঙ্গি দমনে বড় সাফল্য পেল সেনাবাহিনী। শনিবার উত্তর কাশ্মীরে এক অভি‌যান খতম হল ৬ জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভির ভাগ্নে ওবেইদ। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন বায়ুসেনার এক কমান্ডো।

এদিন নিরাপত্তাবাহিনী বান্দিপোরার চান্দেরগির গ্রাম ঘিরে ফেলে। গোয়েন্দা সূত্রে খবর ছিল ওখানে লুকিয়ে রয়েছে বেশকিছু জঙ্গি। তল্লাশি অভি‌যান চলাকালীন জঙ্গিরা আচমকাই সেনাবাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাও। এতেই নিহত হয় ওইসব জঙ্গিরা। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, বান্দিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। এখনও প‌র্যন্ত ৫ জঙ্গির মৃত্যু হয়েছে।

সেনা সূত্রের সংবাদ মাধ্যমের খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছেন বায়ুসেনার এক কমান্ডো। আহত হয়েছেন আরও ২ জওয়ান। নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে।

আরও পড়ুন-গেরুয়া সংগঠনের তানাবানা বুঝতে পরপর বৈঠকে মুকুল

English Title: 
6 terrorists including Mumbai attack mastermind Zakiur Rahman Lakhvi’s nephew killed in a gun battle in Bandipora
News Source: 
Home Title: 

বান্দিপোরায় গুলির লড়াই, খতম মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির ভাগ্নে সহ ৬ 

বান্দিপোরায় গুলির লড়াই, খতম মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির ভাগ্নে সহ ৬
Yes
Is Blog?: 
No
Section: