মন্দিরের ওপর থেকে হঠাত্ই ৫০০ টাকার বৃষ্টি, কারণ জানতেই হাসাহাসি
বৃন্দাবনের বাঙ্কে বিহারী মন্দির হঠাত্ই হল নোট বৃষ্টি। মন্দিরের ওপর থেকে পড়তে থাকল পাঁচশো টাকার নোট। বেশ কিছুক্ষণ ধরে চলল এই বৃষ্টি। মন্দিরের ওপর থেকে নোট বৃষ্টি শুরু হয়ে যায় সেটাকে কুড়িয়ে নেওয়ার হুড়হুড়ি। অনেকে বলতে শুরু করে দেন ভগবান খুশি হয়েই এই কাজ করছেন। কিছুক্ষণ পরেই অবশ্য জানা যায় টাকা বৃষ্টির আসল কারণ।
ওয়েব ডেস্ক: বৃন্দাবনের বাঙ্কে বিহারী মন্দির হঠাত্ই হল নোট বৃষ্টি। মন্দিরের ওপর থেকে পড়তে থাকল পাঁচশো টাকার নোট। বেশ কিছুক্ষণ ধরে চলল এই বৃষ্টি। মন্দিরের ওপর থেকে নোট বৃষ্টি শুরু হয়ে যায় সেটাকে কুড়িয়ে নেওয়ার হুড়হুড়ি। অনেকে বলতে শুরু করে দেন ভগবান খুশি হয়েই এই কাজ করছেন। কিছুক্ষণ পরেই অবশ্য জানা যায় টাকা বৃষ্টির আসল কারণ।
মুম্বই থেকে আসা ভক্ত পুজো দিতে এসেছিলেন এই মন্দিরে। তার ব্যাগে ছিল বেশ কিছু ৫০০ টাকার বান্ডিল। মন্দিরে ঢোকার আগে সেই ভক্তের টাকার ব্যাগ নিয়ে পালায় এক হনমুান। ব্যাগে ছিল প্রায় দেড় লক্ষ টাকা। হনুমান ব্যাগ নিয়ে পালানোর পর গাছের ওপর থেকে সেই টাকা নিচে ছুঁড়তে থাকে। গাছের ডালে হনুমানটি আড়াল থাকায় বোঝা যায়নি যে আসলে টাকা বৃষ্টির পিছনে আসলে তারই হাত।