এগারোই নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলিতে গ্রাহ্য হবে পাঁচশো ও হাজার টাকার নোট
এগারোই নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলিতে গ্রাহ্য হবে পাঁচশো ও হাজার টাকার নোট বলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, কলকাতা মেডিক্যাল কলেজগুলির নায্যমূল্যের ওষুধ দোকানে অন্য ছবি। সেখানে পাঁচশো ও হাজার টাকার নোট নিচ্ছেন না দোকানিরা।
Updated By: Nov 9, 2016, 06:14 PM IST
ওয়েব ডেস্ক: এগারোই নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলিতে গ্রাহ্য হবে পাঁচশো ও হাজার টাকার নোট বলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, কলকাতা মেডিক্যাল কলেজগুলির নায্যমূল্যের ওষুধ দোকানে অন্য ছবি। সেখানে পাঁচশো ও হাজার টাকার নোট নিচ্ছেন না দোকানিরা।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও পুরনো নোট নিতে নারাজ সরকারি ওষুধের দোকান
এসএসকেএম ন্যায্য মূল্যের কাউন্টারে ৫০০ আর হাজারের নোট নিচ্ছে না আউটডোরের রোগীর পরিজনদের কাছ থেকে। শুধুমাত্র যারা এমার্জেন্সিতে এসে ভর্তি হচ্ছেন, তাঁদের কাছ থেকে নেওয়া হবে।
মেডিক্যাল ফেয়ারশপে ৭২ ঘণ্টা প্রেসক্রিপশন নিয়ে এসেও পাওয়া গেল না।