গলায় ছুরি ঠেকিয়ে ৫০ মহিলাকে ধর্ষণ, ভিডিও অপরাধের
ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের হুমকি দিত অভিযুক্ত যুবক
![গলায় ছুরি ঠেকিয়ে ৫০ মহিলাকে ধর্ষণ, ভিডিও অপরাধের গলায় ছুরি ঠেকিয়ে ৫০ মহিলাকে ধর্ষণ, ভিডিও অপরাধের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/17/99181-rape-capital062017032329.jpg)
নিজস্ব প্রতিবেদন : প্রথমে ডাকাতি। তারপর গলায় ছুরি ঠেকিয়ে ৫০ জন মহিলাকে ধর্ষণ। এই অভিযোগে ২৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে চেন্নাই পুলিস।
পুলিস সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক মাধন অরিভালাগন কৃষ্ণাগিরির মথুরের বাসিন্দা। অভিযোগ, বাড়িতে একা থাকেন এমন মহিলাদেরই টার্গেট করত সে। তারপর সেইসব মহিলাদের জিনিসপত্র লুঠের পর ধর্ষণ করত। এমনকি, ধর্ষণের ভিডিও করে রাখত নিজের মোবাইলে। সেই ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের হুমকিও দিত অভিযুক্ত যুবক।
আরও পড়ুন, সময়ের ২০ সেকেন্ড আগে ট্রেন ছেড়েছে, ক্ষমা চাইল জাপানের রেল
ধৃত মাধনের ফোন থেকে উদ্ধার হয়েছে এরকম বহু ভিডিও। জেরায় মাধন পুলিসকে জানিয়েছে, বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত সে। ২০১৫-তে চাকরির জন্য চেন্নাইতে আসে। কিন্তু সেখানে সুবিধা না হওয়ার পরই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন যুবক। টাকার জন্য প্রথমবার ডাকাতি করে সে। ডাকাতির পর মহিলাকে ধর্ষণও করে। তারপর থেকে মহিলাদের টার্গেট করে করে একাজ করতেই থাকে মাধন।