পুঞ্চে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন; পাল্টা গুলিতে খতম ৫ পাক সেনা, ধূলিসাত্ ৭ বাঙ্কার

গত বছর ২,৯৩৬ বার সংঘর্ষ চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। গত ১৫ বছরে এটি একটি রেকর্ড

Updated By: Jan 17, 2019, 04:36 PM IST
পুঞ্চে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন; পাল্টা গুলিতে খতম ৫ পাক সেনা, ধূলিসাত্ ৭ বাঙ্কার

নিজস্ব প্রতিবেদন: বুধবার ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা আউট পোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তান। পুঞ্চ সেক্টরে ওই হামলায় পাল্টা গুলি চালাতেই খতম ৫ পাক সেনা। শুধু তাই নয় পাক সীমানায় ধ্বংস হয়ে গেল কমপক্ষে ৭টি পাক সেনা বাঙ্কার। গোলাগুলিতে ৩ পাক সেনা গুরুতর আহত।

আরও পড়ুন-‘১৯’এর মঞ্চ থেকে বাজবে বিজেপির বিদায় ঘণ্টা’

মঙ্গলবারই সেনা প্রধান বিপিন রাওয়াত পাকিস্তানের উদ্দেশ্য সাফ জানিয়ে দেন, কোনওরকম হামলা রেওয়াত করবে না ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখায় সব ধরনের হামলার যোগ্য জবাব দেওয়া হবে। তার পরই ওই পদক্ষেপ নিয় সেনা। তবে বুধবার জবাবি হামলার পর পাক সীমানা থেকে রাজৌরি ও পুঞ্চে নতুন করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়নি।

সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী পাক সেনার গোলাগুলিতে এক সেনা মেজর ও এক জওয়ান শহিদ হয়েছেন গত সপ্তাহে।

আরও পড়ুন-ডেপুটি সুপারকে ফোন, এনআরএস নার্সিং স্কুলের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মানেকা গান্ধীর

উল্লেখ্য ২০১৮ সালে পাকিস্তান সবচেয়ে বেশিবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে। গত বছর ২,৯৩৬ বার সংঘর্ষ চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। গত ১৫ বছরে এটি একটি রেকর্ড।

.