Bhopal: বিষ হাতে সেলফি, তারপরই আত্মঘাতী একই পরিবারের ৫ জন
রীতিমত পরিকল্পনা করেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ওই পরিবার। আগেরদিন রাতে সমস্তটা পরিকল্পনা করে।
![Bhopal: বিষ হাতে সেলফি, তারপরই আত্মঘাতী একই পরিবারের ৫ জন Bhopal: বিষ হাতে সেলফি, তারপরই আত্মঘাতী একই পরিবারের ৫ জন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/28/355926-poison-1481596640.jpg)
নিজস্ব প্রতিবেদন : মাথায় ঋণের বোঝা। ঋণ শোধ করার জন্য বার বার চাপ দেওয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে ইঁদুরের বিষ খেয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের ৫ জন। আত্মহত্যা করার আগে বিষ হাতে সেলফিও তোলেন সবাই মিলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যোশী পরিবারের সবাই সম্মিলিতভাবে বিষ পান করেন। ঋণের দায়ে হেনস্থার জেরেই এই কাণ্ড ঘটান তাঁরা। রীতিমত পরিকল্পনা করেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ওই পরিবার। আগেরদিন রাতে সমস্তটা পরিকল্পনা করে। সেইমতো বৃহস্পতিবার সকালে প্রথমে পোষ্য ২ কুকুরকে বিষ খাওয়ায় ওই পরিবার। তারপর রাতে নিজেরাও ইঁদুর মারার বিষ পান করেন। এমনকি আত্মহত্যার আগে একযোগে তাঁরা একটি সেলফিও তোলেন।
পরদিন যখন ওই পরিবারের আত্মীয়রা এই মর্মান্তিক ঘটনার খবর পান, ছুটে আসেন তাঁরা। এই ঘটনায় ৪ জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিস। এরপরই শনিবার দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় যে, সঞ্জীব যোশীর স্ত্রী অর্চনা জানাচ্ছেন যে, তাঁদের একটি বাড়ি ছাড়াও ৩টি জমি রয়েছে। যেগুলি বেচে তাঁরা ঋণ শোধ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেটুকু সময়ও দেওয়া হয়নি। উল্টে বুধবার রাতে তাঁদের বাড়ির সামনে ঝামেলা করা হয়।
অর্চনা যোশী আরও জানিয়েছেন যে, প্রথমে ভেবেছিলেন শুধু তাঁর স্বামী ও তিনি-ই আত্মঘাতী হবেন। কিন্তু তারপর ছেলে-মেয়েদের কী হবে, সেকথা ভেবে পরিকল্পনায় বদল আনেন। সবাই মিলে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। আরও পড়ুন, Tripura Murder: ভয়ঙ্কর! নিজের ২ শিশু সন্তানকে মেরে পুলিস-সহ ৫ জনকে খুন উন্মত্ত যুবকের