ব্রহ্মপুত্র মেল-মালগাড়ি সংঘর্ষ, মৃত ৫
ব্রহ্মপুত্র মেল দুর্ঘটনার মারা গেলেন কমপক্ষে ৫ জন। আহত হয়েছেন ৪ জন। ঝাড়খণ্ডের সকাহেবগঞ্জের কাছে করানপুরাত স্টেশনে ঘটনাটি ঘটেছে। করানপুরাত স্টেশনে গতকাল রাত থেকে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি।
ব্রহ্মপুত্র মেল দুর্ঘটনার মারা গেলেন কমপক্ষে ৫ জন। আহত হয়েছেন ৪ জন।ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সকাহেবগঞ্জের কাছে করানপুরাত স্টেশনে। করানপুরাত স্টেশনে গতকাল রাত থেকে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। সেই গাড়ির গার্ড ভ্যানের সঙ্গে ব্রহ্মপুত্র মেলের একটি স্লিপার কোচের ধাক্কা লাগে। সংঘর্ষে ব্রহ্মপুত্র মেলের একটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। সেই বগিতে বেশ কয়েকজন যাত্রীর আটকে থাকার আশঙ্কা। মালদহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ট্রেনে রয়েছেন মালদহ স্টেশনের ডিআরএম, এডিআরএম সমেত রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। হাওড়া থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে একটি বিশেষ ট্রেন।
দুর্ঘটনার পর মালদহ স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নম্বরগুলি হল,
03512-269055
03512-283444
03512-266818