তল্লাশিতে উদ্ধার ৪৩০ কিলোগ্রাম সোনা ও কোটি টাকার নতুন-পুরনো নোট

নোট বাতিলের পর থেকেই, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাছে আয়কর দফতর। উদ্ধারও হয়েছে বেশ পরিমাণ কালো টাকা। কিন্তু এবার একটি বেসরকারি কোম্পানির অফিসে যে পরিমাণ কালো টাকা ও 'কালো' সোনা উদ্ধার হল, তাতে চোখ ছানাবড়া আয়কর কর্তাদের।

Updated By: Dec 24, 2016, 02:09 PM IST
তল্লাশিতে উদ্ধার ৪৩০ কিলোগ্রাম সোনা ও কোটি টাকার নতুন-পুরনো নোট

ওয়েব ডেস্ক : নোট বাতিলের পর থেকেই, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাছে আয়কর দফতর। উদ্ধারও হয়েছে বেশ পরিমাণ কালো টাকা। কিন্তু এবার একটি বেসরকারি কোম্পানির অফিসে যে পরিমাণ কালো টাকা ও 'কালো' সোনা উদ্ধার হল, তাতে চোখ ছানাবড়া আয়কর কর্তাদের।

১২০ কোটি টাকার সোনা ও নতুন-পুরনো নোট উদ্ধার হল ওই কোম্পানির দিল্লি ও নয়ডা অফিসে তল্লাশি চালানোর সময়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪৩০ কেজি সোনা, যার বাজারমূল্য আনুমানিক ১২০ কোটি টাকা। সেইসঙ্গে উদ্ধার হয়েছে প্রায় আড়াই কোটি টাকার পুরনো বাতিল নোট। ১২ লাখ টাকার নতুন নোট। এমনকী ৮০ কিলো রুপো ও ১৫ কিলো সোনার গয়না।

আয়কর দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই বিপুল পরিমাণ সোনা মূলত কর ফাঁকি দিয়ে আমনদানিকৃত।

আরও পড়ুন, কবে মিটবে এই নোট সমস্যা? জেনে নিন কী বলছে সরকার...

কালো টাকার কালি লাগল পদ্মভূষণ পাওয়া ক্যান্সার বিশেষজ্ঞের গায়ে

.