Terror Alert: উৎসবের আগে বড়সড় নাশকতার ছক! পাক-সীমান্তে একাধিক জঙ্গিঘাঁটির সন্ধান

ইতিমধ্যেই সেনার গুলিতে খতম ৩ জঙ্গি, হাই অ্যালার্ট জারি 

Updated By: Sep 23, 2021, 05:50 PM IST
Terror Alert: উৎসবের আগে বড়সড় নাশকতার ছক! পাক-সীমান্তে একাধিক জঙ্গিঘাঁটির সন্ধান

নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুমের প্রাক্কালে দেশজুড়ে কড়া সতর্কবার্তা (Terror Alert)। ভারতে বড়সড় নাশকতার ছক কষছে বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠী (Terror Groups)। বৃহস্পতিবার উদ্বেগ বাড়িয়ে সেই সম্ভাবনার কথা উল্লেখ করলেন গোয়েন্দারা (Intelligence Officials)। 

সূত্রের খবর, পাকিস্তানের (Pakistan) মদতে আফগানিস্তান (Afghanistan) থেকে আসা প্রায় জনা ৪০ জঙ্গি সীমান্তে ঘাঁটি গেড়েছে। ভারতে অনুপ্রবেশের (Infiltration) ধান্দায় নিয়ন্ত্রণরেখা বরাবর রয়েছে জঙ্গিরা। ইতিমধ্যেই পুলিস ও প্যারামিলিটারি বাহিনীকে সতর্ক করেছেন গোয়েন্দারা। এলাকাজুড়েও হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে। 

আরও পড়ুন: ISI: দেশকে অচল করার পরিকল্পনা পাক-গুপ্তচর সংস্থার! গোপন ছকের পর্দাফাঁস Zee ২৪ ঘণ্টায়

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এক গোয়েন্দা আধিকারিক জানান, 'আফগানিস্তানে তালিবানি শাসন কায়েমের পরেই ভারত-পাক (Ind-Pak Border)সীমান্তে জঙ্গিদের গতিবিধি বেড়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর মদতে আফগানিস্তান থেকেও জঙ্গিদের নিয়ে আসছে পাকিস্তান।' তিনি আরও জানান,'কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (Line of Control) ওপারে পাকিস্তানের নাকাল সেক্টরে একাধিক জঙ্গিঘাঁটি (Terrorist Camp) লক্ষ্য করা গেছে। সেখানে প্রায় ৪০ জন জঙ্গিকে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই।'

আরও পড়ুন: Pegasus Row: পেগাসাস তদন্তে কমিটি গঠনের প্রস্তাব SC-র, আগামী সপ্তাহেই সিদ্ধান্ত

গোয়েন্দাদের অনুমান, পুঞ্চ নদীতে ডুব সাঁতার দিয়ে ভারতে প্রবেশের ছক কষছে জঙ্গিরা। মূলত লস্কর-ই-তইবা, হারকাত-উল-আনসার ও হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর জঙ্গিদের গতিবিধির খোঁজ মিলেছে। জানা গিয়েছে, টিফিন বোমা বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের।  ভারতে অবস্থিত স্লিপার সেলের জঙ্গিরাই কাঁচামাল সরবরাহ করছে বলে অনুমান গোয়েন্দাদের একাংশের। 

এদিকে, বৃহস্পতিবার উরির কাছে নিয়ন্ত্রণরেখা বরাবর রামপুর সেক্টরে ইতিমধ্যেই তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। সীমান্তে তাদের বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল বলে অনুমান সেনাবাহিনীর। পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে সম্প্রতি তারা ভারতে অনুপ্রবেশ করেছিল বলে মত গোয়েন্দাদের। জঙ্গিদের কাছ থেকে পাঁচটি একে-৪৭ বন্দুক, আটটি পিস্তল ও ৭০টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.