চিপস খেতে গিয়ে মৃত্যু চার বছরের শিশুর

Updated By: Nov 2, 2017, 04:14 PM IST
চিপস খেতে গিয়ে মৃত্যু চার বছরের শিশুর

নিজস্ব প্রতিবেদন: চিপসের খেতে গিয়ে প্যাকেটে থাকা ছোট খেলনা গিলে ফেলায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। চিপসের প্যাকেটের ভিতরেই ছিল খেলনাটি। সেটিকে সম্ভবত খাবার মনে করে গিলে ফেলে শিশুটি।   

ছোটদের আকৃষ্ট করার জন্য চিপসের প্যাকেটের ভিতরে ছোট প্লাস্টিকের খেলনা বিনামূল্যে দেয় বিভিন্ন সংস্থা। তেমনই একটি খেলনাকে চিপস ভেবে খেয়ে নেয় চার বছরের মিসালা নিরেক্ষণ।

পুলিস সূত্রে খবর, শিশুটির শ্বাননালিতে আটকে গিয়েছিল ওই খেলনাটি। তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্করা মৃত বলে ঘোষণা করেন। 

ওই চিপস কোম্পানিটির বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিস। 

আর পড়ুন, জাতীয় খাবার নয়, 'ব্র্যান্ড ইন্ডিয়া ফুড' হচ্ছে খিচুড়ি

.