আইআটিতে নজরদারি করছেন স্মৃতি, রাষ্ট্রপতিকে নালিশ ৪ বিজেপি সাংসদের

দলীয় নীতির উল্টো পথে হাঁটলেন ৪ বিজেপি সাংসদ। প্রকাশ্যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে মুখ খুললেন তাঁরা। রাজ্যসভার এই ৪ সাংসদের অভিযোগ আইআইটি ও বিশ্ববিদ্যালয়গুলির কর্মপদ্ধতি নিয়ে অকারণ নাক গলাচ্ছেন স্মৃতি। কেসি ত্যাগি, ডি রাজা, রাজীব শুক্লা ও ডিপি ত্রিপাঠী, এই ৪ বিজেপি সাংসদ একযোগে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কিছুদিন আগেই, পরমাণুবিদ ও আইআটি বম্বের বোর্ড অফ গভর্নরসের প্রাক্তন চেয়ারম্যান অনিল কাকোদকাল এই শিক্ষাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি বোম্বে আইআইটি থেকে ইস্তফা দিয়েছেন কাকোদকাল। সূত্রের খবর, স্মৃতি ইরানি ও কয়েকজন আইআইটি ডিরেক্টরের সঙ্গে মত পার্থক্যই তাঁর হঠাৎ ইস্তফার মূল কারণ। ইস্তফার কথা স্বীকার করে নিলেও কারণ সম্পর্কে মুখ খুলতে চাননি এই পরমাণুবিদ। মানব-সম্পদ মন্ত্রক সূত্রে খবর, বহুক্ষণ ধরে টেলিফোনে কথা বলেও কাকোদকালের সিদ্ধান্ত বদলাতে পারেননি স্মৃতি।

Updated By: Apr 17, 2015, 07:56 PM IST
আইআটিতে নজরদারি করছেন স্মৃতি, রাষ্ট্রপতিকে নালিশ ৪ বিজেপি সাংসদের

ওয়েব ডেস্ক: দলীয় নীতির উল্টো পথে হাঁটলেন ৪ বিজেপি সাংসদ। প্রকাশ্যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে মুখ খুললেন তাঁরা। রাজ্যসভার এই ৪ সাংসদের অভিযোগ আইআইটি ও বিশ্ববিদ্যালয়গুলির কর্মপদ্ধতি নিয়ে অকারণ নাক গলাচ্ছেন স্মৃতি। কেসি ত্যাগি, ডি রাজা, রাজীব শুক্লা ও ডিপি ত্রিপাঠী, এই ৪ বিজেপি সাংসদ একযোগে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কিছুদিন আগেই, পরমাণুবিদ ও আইআটি বম্বের বোর্ড অফ গভর্নরসের প্রাক্তন চেয়ারম্যান অনিল কাকোদকাল এই শিক্ষাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি বোম্বে আইআইটি থেকে ইস্তফা দিয়েছেন কাকোদকাল। সূত্রের খবর, স্মৃতি ইরানি ও কয়েকজন আইআইটি ডিরেক্টরের সঙ্গে মত পার্থক্যই তাঁর হঠাৎ ইস্তফার মূল কারণ। ইস্তফার কথা স্বীকার করে নিলেও কারণ সম্পর্কে মুখ খুলতে চাননি এই পরমাণুবিদ। মানব-সম্পদ মন্ত্রক সূত্রে খবর, বহুক্ষণ ধরে টেলিফোনে কথা বলেও কাকোদকালের সিদ্ধান্ত বদলাতে পারেননি স্মৃতি।

 

.