বিহারে চিনিকলে বয়লার বিস্ফোরণ, মৃত ৪

ধবার রাতে ওই কারখানায় প্রায় ১০০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাত্ই বয়লারে তীব্র বিস্ফোরণ ঘটে সেখানে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনজন শ্রমিক যারা বয়লারের সামনে কাজ করছিলেন তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গেই। ১০জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের সেখানে মৃত্যু হয়।

Updated By: Dec 21, 2017, 10:06 AM IST
বিহারে চিনিকলে বয়লার বিস্ফোরণ, মৃত ৪

নিজস্ব প্রতিবেদন : বয়লার বিস্ফোরণে মৃত্যু হল ৪ শ্রমিকের। আহত ৯। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে বিহারের গোপালগঞ্জ জেলার একটি চিনি কারখানায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনার জন্য কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিস।

পুলিস সূত্রে খবর, বুধবার রাতে ওই কারখানায় প্রায় ১০০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাত্ই বয়লারে তীব্র বিস্ফোরণ ঘটে সেখানে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনজন শ্রমিক যারা বয়লারের সামনে কাজ করছিলেন তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গেই। ১০জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের সেখানে মৃত্যু হয়।

পুলিস ও দমকল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- সিবিআই স্পেশাল কোর্টে আজ টুজি মামলার রায় ঘোষণা

.