ছত্তিসগড়ে অপহৃত চার পুলিসকর্মীর দেহ উদ্ধার
ছত্তিসগড়ে অপহৃত চার পুলিসকর্মীর দেহ উদ্ধার হল আজ। সোমবার মাওবাদীরা অপহরণ করে ওই চার পুলিসকর্মীকে। বাসে যাওয়ার সময় বিজাপুরের কুটরু গ্রামে মাওবাদীরা অপহরণ করে ওই চার পুলিসকর্মীকে।
ওয়েব ডেস্ক: ছত্তিসগড়ে অপহৃত চার পুলিসকর্মীর দেহ উদ্ধার হল আজ। সোমবার মাওবাদীরা অপহরণ করে ওই চার পুলিসকর্মীকে। বাসে যাওয়ার সময় বিজাপুরের কুটরু গ্রামে মাওবাদীরা অপহরণ করে ওই চার পুলিসকর্মীকে।
ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে অপহৃত চার পুলিসকর্মীদের। খুন করে দেহগুলিকে আধাসামরিক বাহিনীর ক্যাম্প থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জঙ্গল লাগোয়া রাস্তার ধারে ফেলে দেওয়া হয়। মাওবাদীদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
প্রসঙ্গত, সোমবার মাওবাদীরা অপহরণ করে ওই চার পুলিসকর্মীকে। বাসে যাওয়ার সময় বিজাপুরের কুটরু গ্রামে মাওবাদীরা অপহরণ করে ওই চার পুলিসকর্মীকে।