৩২-বিতর্কে পিছু হঠল কেন্দ্র

বত্রিশ টাকাকে শহুরে আম আদমির দারিদ্র-সূচক আর ছাব্বিশ টাকাকে গ্রামের মানুষের দারিদ্রের মাপকাঠি হিসাবে চিহ্নিত করায় দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল মনমোহন সিং সরকারকে। সেই বিতর্কে ইতি টানতে সোমবার বৈঠকে বসেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ এবং যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া।

Updated By: Oct 3, 2011, 04:39 PM IST

বত্রিশ টাকাকে শহুরে আম আদমির দারিদ্র-সূচক আর ছাব্বিশ টাকাকে গ্রামের মানুষের দারিদ্রের মাপকাঠি হিসাবে চিহ্নিত করায় দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল
মনমোহন সিং সরকারকে। সেই বিতর্কে ইতি টানতে সোমবার বৈঠকে বসেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ এবং যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া।
সাংবাদিক সম্মেলনে মন্টেক বলেন, বত্রিশ বা ছাব্বিশ টাকা কখনই দারিদ্র নির্ধারণের মানদণ্ড নয় । সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র যে হলফনামা জমা দিয়েছিল তাতেও বলা হয়েছে যে,
সংখ্যাদু'টি শুধু দারিদ্র সীমার সূচক মাত্র।
যোজনা কমিশনের কাছেও এই সংখ্যাতত্ত্ব অত্যন্ত অস্বস্তিকর এবং সেই কারণেই খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় 
এখন নতুন করে একচল্লিশ শতাংশ মানুষকে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বিপিএল তালিকাভুক্তদের মধ্যেই তা সীমাবদ্ধ রাখা হবে না। এই পরিস্থিতিতে এখন নতুন 
বিশেষজ্ঞ কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন জয়রাম রমেশ। দু'হাজার বারোর মধ্যে দারিদ্র নির্ধারণের
জন্য আর্থ-সামাজিক-জাতিভিত্তিক সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 

.