কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, নজিরবিহীনভাবে আত্মসমর্পণ ১ জঙ্গির

নিজস্ব প্রতিবেদন:  ফের কাশ্মীরে কেন্দ্রীয় বাহিনী জঙ্গি গুলির লড়াই৷ কাশ্মীরের শোপিয়ানে কিলুরা গ্রামে সংঘর্ষে ৪ জঙ্গিকে খতম করেছে পুলিস৷ এক জঙ্গি আত্মসমর্পণ করেছে বলেও খবর৷
 

উল্লেখ্য, জঙ্গির আত্মসমর্পণের ঘটনা কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন৷ এখনও চলছে এনকাউন্টার৷ অন্যদিকে, পুলওয়ামা  জেলাতেও জঙ্গিদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই রাতভর চলছে৷ এখনও পর্যন্ত ৩ জন জঙ্গিকে খতম করেছে বাহিনী৷

দিন দশেক আগে নিসার আহমেদ ভাট নামে এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়৷ বৃহস্পতিবার তাঁর মৃতদেহ পাওয়া যায়৷ শুক্রবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের জাদুরা এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী৷ মৃত জঙ্গিদের দুজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি পুলিসের৷

 

English Title: 
3 terrorists killed in kashmir encounter
News Source: 
Home Title: 

কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, নজিরবিহীনভাবে আত্মসমর্পণ ১ জঙ্গির

কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, নজিরবিহীনভাবে আত্মসমর্পণ ১ জঙ্গির
Caption: 
ফাইল চিত্র
Yes
Is Blog?: 
No
Section: