কেজরিওয়ালের ধর্নার প্রভাব ২৬ জানুয়ারির কুচকাওয়াজে, জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

গণতন্ত্র দিবসের আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ধর্নার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা করা। তা না করে, তিনিই আন্দোলনে নামায় ব্যাহত হচ্ছে জনজীবন। এই অভিযোগে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেও দায়ের হয়েছে মামলা। শুক্রবার, প্রধান বিচারপতি পি সদাশিবমের বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি হবে।

Updated By: Jan 21, 2014, 06:31 PM IST

গণতন্ত্র দিবসের আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ধর্নার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা করা। তা না করে, তিনিই আন্দোলনে নামায় ব্যাহত হচ্ছে জনজীবন। এই অভিযোগে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেও দায়ের হয়েছে মামলা। শুক্রবার, প্রধান বিচারপতি পি সদাশিবমের বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি হবে।

দিল্লি পুলিসের সঙ্গে নজিরবিহীন সংঘাতে অরবিন্দ কেজরিওয়াল সরকার। আম আদমি পার্টির ধরনার জেরে সরকারটাই কার্যত রাস্তায় নেমে এসেছে। আজও রেল ভবনের সামনে দিল্লি পুলিসের ব্যারিকেড ভাঙতে গেলে মুখ্যমন্ত্রীকে বাধা দেয় পুলিস। আপ সমর্থকদের সঙ্গে চলে পুলিসের ধস্তাধস্তি। শেষপর্যন্ত ব্যরিকেড ভেঙে দেন আপ সমর্থকেরা। লাঠি চালায় পুলিস। জখম হয়েছেন চারজন। মুখ্যমন্ত্রীর বিক্ষোভ রুখতে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা করেছে দিল্লি পুলিস। মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনী। নিয়ে আসা হয়েছে জল কামান। অন্যদিকে আপের এই আন্দোলনের প্রতিবাদ গড়াল সুপ্রিম কোর্টেও। স্বাভাবিক জনজীবন ক্ষতি হচ্ছে, এই অভিযোগে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। শুক্রবার সেই মামলার শুনানি।

.