উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনায় আহত ২২
ফের উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা। লখনউয়ের কাছে মাহোবা এবং কুলপাহাড় স্টেশনের মাঝে গভীর রাতে লাইনচ্যুত জাবালপুর থেকে নিজামুদ্দিনগামী মহাকোশল এক্সপ্রেসের ৮টি বগি। জখম কমপক্ষে ২২ জন। ভারতীয় রেলের জনসংযোগ বিভাগ জানিয়েছে ২২ জন আহতদের মধ্যে ১৯ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে ভারতীয় রেল।
ওয়েব ডেস্ক: ফের উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা। লখনউয়ের কাছে মাহোবা এবং কুলপাহাড় স্টেশনের মাঝে গভীর রাতে লাইনচ্যুত জাবালপুর থেকে নিজামুদ্দিনগামী মহাকোশল এক্সপ্রেসের ৮টি বগি। জখম কমপক্ষে ২২ জন। ভারতীয় রেলের জনসংযোগ বিভাগ জানিয়েছে ২২ জন আহতদের মধ্যে ১৯ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে ভারতীয় রেল।
22 people suffered injuries in Mahakaushal express derailment accident, out of which 19 discharged :Anil Saxena, DG (PR) of Indian Railways pic.twitter.com/lAE4jR3hPv
— ANI UP (@ANINewsUP) March 30, 2017
ঝাঁসি, বান্দ্রা এবং নিজামুদ্দিন রেলের বিশেষ হেল্প কিওস্ক চালু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ঘটনাস্থলের পথে রওনা দেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং।
CM Yogi Adityanath directs state Health Minister SiddharthNath Singh to visit Mahakaushal express derailment site & oversee rescue/relief op pic.twitter.com/uhNZrP1hXA
— ANI UP (@ANINewsUP) March 30, 2017