Arunachal Pradesh: সীমান্ত পেরিয়ে ফের ভারতে চিনা সেনা, চোখে চোখ রেখে জবাব Indian Army-র
প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে প্রবেশ করে প্রায় ২০০ চিনা সেনা।
নিজস্ব প্রতিবেদন: ফের সীমান্তে চিনা আগ্রাসন। প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) টপকে ভারতে ঢুকল লাল ফৌজ। প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, গত সপ্তাহে অরুণাচন প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢকে পড়ে চিনা সেনা। ভারতীয় সেনার সঙ্গে বিরোধে জড়ান তাঁরা। দীর্ঘক্ষণ পরে পিছু হটে লাল ফৌজ।
সূত্রের খবর, টহলদারির সময় অরুণাচল সীমান্তে চিনা সেনার উপস্থিতি নজরে পড়ে ভারতীয় বাহিনীর। জওয়ানরা দেখতে পান প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) টপকে ভারতে প্রবেশ করেছে প্রায় ২০০ জন চিনা সেনা। প্রায় ৫ কিলোমিটার ভিতরে ঢুকে এসেছে তাঁরা। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন জওয়ানরা। চিনা সেনার মুখোমুখি দাঁড়ায় ভারতীয় সেনা। তাদের বাধা দেয়। এরপর বিবাদে জড়ায় উভয়পক্ষ। দীর্ঘ সময় ধরে সেই ববাদ চলে। কেউই এক চুল জমি ছেড়ে দেয়নি। এরপর আলোচনার মাধ্যমে পিছু হটে চিনা সেনা। এলাকা ছাড়েন ভারতীয় জওয়ানরাও।
আরও পড়ুন: Gurmeet Ram Rahim: রনজিৎ সিং খুনের মামলা অভিযুক্ত ডেরা প্রধান গুরমিত রাম রহিম
আরও পড়ুন: #উৎসব: প্রতিমার উচ্চতা হতে পারে ৪ ফুট, ছাড় অন্যান্য ক্ষেত্রে
বিষয়টিকে উস্কানিমূলক এবং এক তরফা বলে ব্যাখ্যা করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। এই ধরনের উস্কানি শান্তিবিঘ্নিত করে বলে জানিয়েছেন তিনি। এবার চিন হয়ত তার স্বভাব বদলাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। অরিন্দম বাগচি বলেন, "আশা করব যে চিন এবার আগের শর্ত মেনে চলবে।"
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)