সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ২ জওয়ান, নিকেশ ৮ জঙ্গি

সাম্প্রতিককালে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর এটাই সবথেকে বড় সাফল্য।

Updated By: Apr 1, 2018, 04:43 PM IST
সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ২ জওয়ান, নিকেশ ৮ জঙ্গি
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : জম্মু ও কাশ্মীরের সোপিয়ান ও অনন্তনাগে জঙ্গি দমন করতে গিয়ে শহিদ হলেন দুই সেনা জওয়ান। সেই সঙ্গে এক হিজবুল কমান্ডার সহ ৮ জঙ্গিকেও নিকেশ করেছে নিরাপত্তারক্ষী বাহিনী। গ্রেফতার হয়েছে হিজবুলের নবনিযুক্ত এক জঙ্গিও। সংঘর্ষের সময় মৃত্যু হয়েছে ২ নাগরিকেরও। ঘটনায় আহত হয়েছে ২৫ জন।

 

জানা গেছে, শনিবার মধ্যরাতে খবর মেলে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ ও সোপিয়ানে কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছে। তাদের মধ্যে অধিকাংশই হিজবুল জঙ্গি। এরপরই শুরু হয় তল্লাশি। নিরাপত্তারক্ষী বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। রবিবার ভোররাতে সোপিয়ানে ৭ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়। অনন্তনাগে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ও এক জনকে নিকেশ করেছে সেনাবাহিনী। সংঘর্ষের সময় অনন্তনাগে ২ সেনা জওয়ান শহিদ হন।

 

সাম্প্রতিককালে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর এটাই সবথেকে বড় সাফল্য। এই ঘটনাকে কেন্দ্র করে কোনও ধরনের উত্তেজনা এড়াতে ইতিমধ্যেই বানিহাল-শ্রীনগর ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন- নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে খতম ৮ জঙ্গি

.