মুম্বই-গোয়া ব্রিজ ভাঙার ঘটনায় ২ জনের মৃতদেহ উদ্ধার, সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর
মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ ভাঙার ঘটনায় ২ জনের মৃতদেহ উদ্ধার হল। ২০ জন এখনও নিখোঁজ। গতকাল রাত ২টো নাগাদ মহারাষ্ট্রের রায়গড়ে, মুম্বই-গোয়া জাতীয় সড়কে জলের তোড়ে ভেঙে যায় ব্রিজ। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল, ডুবুরি পাঠানো হয়েছে। চেতক হেলিকপ্টারে তল্লাসি শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
ওয়েব ডেস্ক: মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ ভাঙার ঘটনায় ২ জনের মৃতদেহ উদ্ধার হল। ২০ জন এখনও নিখোঁজ। গতকাল রাত ২টো নাগাদ মহারাষ্ট্রের রায়গড়ে, মুম্বই-গোয়া জাতীয় সড়কে জলের তোড়ে ভেঙে যায় ব্রিজ। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল, ডুবুরি পাঠানো হয়েছে। চেতক হেলিকপ্টারে তল্লাসি শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
গতকাল গভীর রাতে ব্রিজ ভেঙে ২২ জন যাত্রী সহ দুটি সরকারি বাস নিখোঁজ হয়ে যায়। জলের তোড়ে বেশ কয়েকটি গাড়িও ভেসে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। লাগাতার বৃষ্টিতে মহাবালেশ্বরের সাবিত্রী নদীর জল আচমকা বেড়ে যাওয়াতেই ব্রিটিশ আমলের ব্রিজটি ভেঙে যায় বলে অনুমান। প্রায় সাত দশক পুরনো ব্রিজটি। পাশের নতুন অন্য ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল করছে।