মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় হত বেড়ে ১৯, লাইনচ্যুত হয়ে ট্রেনের বগি ছিটকে গেল অনেক দূরে

মহারাষ্ট্রের রায়গড়ে ট্রেন দুর্ঘটনায় ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ১২০। আজ সকাল দশটা নাগাদ নাগোথানে ও রোহা স্টেশনের মাঝে এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনার পিছনে গাফিলতির সম্ভাবনা উড়িয়ে দেননি রেলমন্ত্রী।

Updated By: May 4, 2014, 07:11 PM IST

মহারাষ্ট্রের রায়গড়ে ট্রেন দুর্ঘটনায় ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ১২০। আজ সকাল দশটা নাগাদ নাগোথানে ও রোহা স্টেশনের মাঝে এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনার পিছনে গাফিলতির সম্ভাবনা উড়িয়ে দেননি রেলমন্ত্রী।

দিব্যি চলছিল দিয়া সাবওয়ান্তারি প্যাসেঞ্জার ট্রেনটি। নাগোথানে ও রোহা স্টেশনের মাঝে একটি টানেলের কাছে পৌঁছতেই ঘটে যায় দুর্ঘটনা। ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিগুলি ছিটকে যায় বেশ কিছু দূরে। বহু যাত্রী আটকে পড়েন ওই বগিগুলিতে। উদ্ধার কাজ শুরু হওয়া মাত্র বেরিয়ে আসতে থাকে একের পর এক দেহ। কোঙ্কন রেলের এই শাখাতেই গত মাসে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। পর পর দুটি দুর্ঘটনা হওয়ায় রেলকর্মীদের গাফিলতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রেলমন্ত্রী। দোষ প্রমাণ হলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেলমন্ত্রক।

Ratnagiri Station information booth for passenger`s helpline no 02352- 228176 / 228951 / 228954.

.