জেল ভেঙে পালাতে ১৮ ফুটের সুরঙ্গ আমেদাবাদের জেলে

আমেদাবাদের সবরমতীর জেলে ১৮ ফুটের সুরুঙ্গ! সোমবার এই খবর চাউর হতেই চঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। পুলিস আধিকারিকরা সন্দেহ করছেন, ২০০৮-এর ধারাবাহিক বিস্ফোরণের অপরাধী ১৪ জনের দল এই কাজের পেছনে রয়েছে।

Updated By: Feb 11, 2013, 05:47 PM IST

আমেদাবাদের সবরমতীর জেলে ১৮ ফুটের সুরুঙ্গ! সোমবার এই খবর চাউর হতেই চঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। পুলিস আধিকারিকরা সন্দেহ করছেন, ২০০৮-এর ধারাবাহিক বিস্ফোরণের অপরাধী ১৪ জনের দল এই কাজের পেছনে রয়েছে।
জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই সন্ত্রাস হানায় জড়িত অনেকেই পেশায় সিভিল ইঞ্জিনিয়র। পুলিসের সন্দেহ কয়দিদের খাওয়ার সঙ্গে সমস্ত সরঞ্জাম দেওয়া হত, তা কাজে লাগিয়েই তাঁরা ১৮ ফুটের সুরঙ্গ বানিয়েছে। ওই দলটিকে নিয়মিত তাঁদের জলের অদূরের বাগানে কাজ করার অনুমতি ছিল। সেই সুযোগটুকু কাজে লাগিয়েই অপরাধীরা ৪ ফুট চওড়া গর্ত খুড়তে শুরু করে।
জেলের ইন্সপেক্টর জেনারেল পি সি ঠাকুর বলেন, "বাগান পরিচর্যার কাজে নিযুক্ত ছিলেন তাঁরা। সেই সুযোগেই তাঁরা সুরঙ্গ তৈরি করেছে।" জেল ভেঙে পালানোর চেষ্টা করায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

.