দলিত, তাই বিজেপিনেতার অত্যাচারে অতিষ্ঠ ১৬! গর্ভপাত হয়ে গেল যুবতীর...

অন্তঃসত্ত্বা মহিলা জানিয়েছেন তাঁকে একদিন আটকে রাখা হয় এবং তাঁকে মারধর করা হয়। তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও জানিয়ছেন তিনি। ওই মহিলার মা জানিয়েছেন তাঁর মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং জগদেশ গৌড়া তাঁর মেয়ে এবং জামাই দুজনকেই মারধর করে।

Updated By: Oct 11, 2022, 06:39 PM IST
দলিত, তাই বিজেপিনেতার অত্যাচারে অতিষ্ঠ ১৬! গর্ভপাত হয়ে গেল যুবতীর...
ছবি প্রতিকি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আক্রমণের মুখে কর্ণাটকের বিজেপি। কর্ণাটকের চিকমাগালুরে জগদেশ গৌড়া নামে এক বিজেপি সমর্থকের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। অভিযোগ করা হয়েছে তাঁর কফি বাগানে ১৬ জন দলিতকে বন্দি করে রেখেছিলেন তিনি। অভিযোগকারীরা জানিয়েছে বন্দি অবস্থায় তাদের উপর নির্যাতন চালান হয়। পাশাপাশি পুলিস আরও জানিয়েছে যে এই সময়কালে মারধরের ফলে তাদের মধ্যে থাকা এক অন্তঃসত্ত্বা মহিলার আচমকা গর্ভপাত হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অসুস্থ অহিলার চিকিৎসা শুরু হয়েছে স্থানীয় এক হাসপাতালে।

পুলিস জানিয়েছে দলিতদের বিরুদ্ধে অত্যাচারের ধারায় জগদেশ গৌড়া এবং তাঁর ছেলে তিলক গৌড়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁরা দুজনেই পলাতক এবং পুলিস তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে বিজেপি নিজেদেরকে অভিযুক্ত ব্যক্তির থেকে দূরে সরিয়ে নিয়েছে। পার্টির জেলা মুখপাত্র জানিয়েছেন যে ওই ব্যক্তি পার্টির নেতা নন। ভারাসিদ্ধি ভেনুগপাল জানিয়েছেন, ‘জগদেশ পার্টি কর্মী অথবা পার্টি সদস্য কোনঅটাই নন। তিনি শুধুমাত্র একজন সমর্থক। তিনি অন্য সাধারণ ভোটারদের মতই একজন।‘

জেনুগাড্ডে গ্রামে জগদেশের কফি বাগানে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন নিগৃহীতরা। পুলিস জানিয়েছে তাঁরা জগদেশের কাছ থেকে নয় লক্ষ টাকা ধার কর এবং তা ফিরিয়ে দিতে না পারলে জগদেশ তাদেরকে আটক করে।

পুলিস জানিয়েছে ৮ অক্টোবর কিছু মানুষ বালেহন্নুর থানায় আসে। তাঁরা অভিযোগ করে যে তাদের আত্মীয়দের উপর অত্যাচার চালাচ্ছেন জগদেশ। কিন্তু দিনের শেষে তাঁরা অভিযোগ প্রত্যাহার করে নেয়।

পরেরদিন ওই অন্তঃসত্ত্বা মহিলাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকমাগালুরের পুলিস আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনার তদন্তকারী অফিসার জানিয়েছেন তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখন সেখানে প্রায় আট থেকে দশ জন আটক ছিলেন একটি ঘরে। মালিককে প্রশ্ন করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: MBBS in Hindi: দেশের এই রাজ্যে এবার এমবিবিএস পড়ানো হবে হিন্দিতে, বই প্রকাশ করবেন শাহ

অফিসার জানিয়েছেন, ’১৫ দিন ধরে তাদেরকে আটক করে রাখা হয়। এখানে চারটি পরিবার ছিল এরমধ্যে মোট ১৬ জন সদস্য রয়েছে। তাঁরা প্রত্যেকেই তফসিলি জাতির অন্তর্ভুক্ত। অভিযোগকারীর মতে ১৬ জনকেই গৃহবন্দী করে রাখা হয়।‘

অন্তঃসত্ত্বা মহিলা জানিয়েছেন তাঁকে একদিন আটকে রাখা হয় এবং তাঁকে মারধর করা হয়। তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও জানিয়ছেন তিনি। ওই মহিলার মা জানিয়েছেন তাঁর মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং জগদেশ গৌড়া তাঁর মেয়ে এবং জামাই দুজনকেই মারধর করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.