ওড়িশার মালকানগিরির জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪ জন মাওবাদী নিহত
ওড়িশায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল যৌথবাহিনী। ওড়িশায় মালকানগিরিতে যৌথ বাহিনীর অভিযানের সময় সংঘর্ষে নিহত হয় ১৪ জন মাওবাদী। সংঘর্ষ চলে প্রায় সকাল ১০টা পর্যন্ত।
ওড়িশায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল যৌথবাহিনী। শনিবার ভোরে ওড়িশায় মালকানগিরির গভীর জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানের সময় সংঘর্ষে নিহত হয় ১৪ জন মাওবাদী। তাদের মধ্যে এক মহিলাও আছেন বলে খবর।
পুলিস সূত্রে জানানো হয়েছে, মালকানগিরির পাড়িয়া এলাকার সিলাকুটা জঙ্গলে ঘাঁটি গেড়ে মাওবাদীরা প্রশিক্ষণ শিবির চালাচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) ও ডিস্ট্রিক্ট ভলান্টারি ফোর্স (ডিভিএফ)। অভিযানের মাঝেই মাওবাদীরা গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। তুমুল সংঘর্ষ হয় দুই তরফের। চলতে থাকে গুলি-পাল্টা গুলি।
ঘটনাস্থল থেকে বেশ কিছু বিস্ফোরক, অস্ত্রশস্ত্র ও মাওবাদী প্রচারপত্র উদ্ধার হয়েছে। গুলির লড়াই শেষ হওয়ার পর ব্যাপক তল্লাশি অভিযানে নেমেছে জওয়ানরা।
ক মাস ধরেই ওড়িশায় বেশ সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা। মাওবাদীদের হামলার মুখে পড়ছেন পুলিসকর্মীরা। রাজ্যের বিভিন্ন থানাকেও আক্রমণের লক্ষ্য হিসাবে বেছে নিচ্ছে মাওবাদীরা। তাই রাজ্য সরকার যৌথ বাহিনীর দ্বারস্থ হয়েছে।
যৌথবাহিনীর অভিযান জোরদার হওয়ার পর বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণও করেন। গত মঙ্গলবার ১৩ জন মাওবাদী নেতাদের হুমকি উপেক্ষা করে আত্মসমর্পন করেন।