একসঙ্গে দুর্ঘটনার কবলে ১২ গাড়ি, মৃত ১
একসঙ্গে দুর্ঘটনার কবলে ১২টি গাড়ি। এর ফলে মৃত্যু হয়েছে ১ জনের। আহত কমপক্ষে ১৫। আজ ঘটনাটি ঘটেছে মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ওয়েব ডেস্ক : একসঙ্গে দুর্ঘটনার কবলে ১২টি গাড়ি। এর ফলে মৃত্যু হয়েছে ১ জনের। আহত কমপক্ষে ১৫। আজ ঘটনাটি ঘটেছে মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
গত কয়েকদিন ধরেই দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। সকাল থেকে বেলা বেড়ে গেলেও, কুয়াশা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে রাস্তায় দৃশ্যমানতাও কম থাকছে সেখানে। এর ফলেই একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মৃত্যু হচ্ছে বহু মানুষের।
আরও পড়ুন- দাম বাড়ল রান্নার গ্যাসের!
গতকালও একই কারণে গুড়গাঁওয়ের কাছে একটি ডাম্পার ও একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাও বাড়বে। তাই রাস্তায় সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।